Ssc Recruitment Scam Verdict: এসএসসি মামলার রায়: আবেগ-অভিমান-আতঙ্কে কান্নায় ভাঙলেন মাথা মোড়ানো প্রতিবাদী রাসমণি
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ এপ্রিল ২০২৪
Rashmoni Patra On SSC Scam Case Verdict:
ঠায় পথে বসে! দীর্ঘ আইনি লড়াই, শেষে
এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তা
রপরই গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভকারী এসএসসির আন্দোলনকারীদের মধ্যে অন্যগুঞ্জন। যোগ্যদের অনেকেই হতাশ। প্রশ্ন কেন ফের পরীক্ষা দিতে হবে তাঁদের। অনেকেই বলছেন, ‘আমাদের অসহায়তার কথা কাকে বোঝাব? আমরা বাঁচতে চাই।’ তবে, রায় শোনার পরই অনেকেই আবেগে, অভিমানে, যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়লেন।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)