Gavaskar-BCCI: বোলারদের মেরে ফেলছে আইপিএল! জয় শাহের বোর্ডকে কড়া বার্তা দিয়ে ঝড় তুললেন গাভাসকার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ এপ্রিল ২০২৪
BCCI, Sunil Gavaskar, IPL high scoring matches: আইপিএল নিয়ে কড়া বার্তা শোনালেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনীল গাভাসকার। বর্তমানে ২০২৪ সালের আইপিএল চলছে। এনিয়ে দর্শকদের আবেগের শেষ নেই। তার মধ্যেই গাভাসকারকে শোনা গেল আইপিএলের বিরুদ্ধে কড়া বার্তা দিতে। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সোজা বিসিসিআইকে তোপ দেগেছেন। একইসঙ্গে গাভাসকার পরামর্শের সুরে বলেছেন, বোলারদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া উচিত।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)