KKR vs RCB: জোচ্চুরি করলেন আম্পায়ার, লাভ তুলল কেকেআর! এভাবেই নিশ্চিত ২ রান বঞ্চিত RCB, তুঙ্গে বিতর্ক
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ এপ্রিল ২০২৪
RCB claims to have been cheated:
ইডেনে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে আরসিবি প্রতারিত হয়েছে। বিতর্কের কেন্দ্রে আম্পায়াররা। আরসিবি সমর্থকদের অভিযোগ, আম্পায়াররা কেকেআরের প্রতি পক্ষপাতিত্ব করেছেন। আর, এই সংক্রান্ত এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে সুয়শ প্রভুদেশাই কেকেআরের বরুণ চক্রবর্তীকে ছয় মেরেছিলেন। কিন্তু, সেই রানকে চার দেওয়া হয়।