• বিরাটের পর আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান গম্ভীরও
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির বিতর্কিত আউট বর্তমানে আইপিএলে সবচেয়ে চর্চার বিষয়। বেঙ্গালুরুর প্রাক্তন নেতার আম্পায়ারের সঙ্গে বচসায় জড়ানোর ঘটনা সবাই দেখেছে। তবে এই তালিকায় একা কোহলি নয়, রয়েছেন গৌতম গম্ভীরও। ম্যাচ চলাকালীন আম্পায়ারের সঙ্গে তর্ক জড়ান কেকেআরের মেন্টরও। কিন্তু ঠিক কী ঘটেছিল? ঘটনাটি ঘটে ১৯তম ওভারে। তখন জয়ের জন্য আরসিবির ১২ বলে ৩১ রান প্রয়োজন। মাঠ থেকে ডাগআউটের উদ্দেশে কিছু ইঙ্গিত করতে দেখা যায় শ্রেয়স আইয়ারকে। তার কয়েক মিনিট পরে গৌতম গম্ভীর এবং চন্দ্রকান্ত পণ্ডিতকে চতুর্থ আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায়। পরে জানা যায়, শেষ দু"ওভারে সুনীল নারিনের জায়গায় রহমতুল্লা গুরবাজকে নামাতে চাইছিল কেকেআর। কারণ পায়ের পাতায় চোট পাওয়ায় ফিল্ডিং করতে সমস্য হচ্ছিল তাঁর। কিন্তু নাইটদের আবেদন খারিজ করে দেয় আম্পায়ার। সেই নিয়েই তর্কাতর্কি হয়। শেষপর্যন্ত ১ রানে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় কেকেআর। রাজস্থানের কাছে হারের পর আবার জয়ের সরণিতে। হায়দরাবাদকে সরিয়ে আবার দ্বিতীয় স্থান দখল নাইটদের। তবে মিচেল স্টার্কের পারফরম্যান্স নিয়ে কেকেআর শিবিরে চিন্তা থেকেই যাবে। শেষ ওভারে প্রায় ডোবাতে বসেছিলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার। শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পরের ম্যাচ কেকেআরের। 
  • Link to this news (আজকাল)