• ‌ পারিবারিক চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে দেওয়া হোক, কেজরির আবেদন খারিজ করল আদালত...
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ জেলে সঠিক চিকিৎসা পাচ্ছেন না। এই অভিযোগ তুলে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর আবেদন ছিল, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁর পারিবারিক চিকিৎসকের সঙ্গে প্রতিদিন কথা বলতে দেওয়া হোক। কেজরির সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। তবে দিল্লির মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখার জন্য এইমস–কে মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, ২১ মার্চ গ্রেপ্তারির পর তিহাড় জেলে রয়েছেন কেজরি। তাঁর রক্তে শর্করার মাত্রার পরিমাণ অনেকটাই বেশি, প্রথম থেকেই এমন দাবি জানিয়ে আসছিলেন কেজরিওয়াল। আপাতত বাড়ির খাবার খাচ্ছেন তিনি। কিন্তু সোমবার কেজরির এই আবেদন খারিজ করে দেন বিচারক কাবেরী বাওয়েজা। 
  • Link to this news (আজকাল)