• ‌মনোনয়নপত্র জমা দিলেন বহরমপুরের বিজেপি ও তৃণমূল প্রার্থী...
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র বহরমপুর লোকসভা। সোমবার বহরমপুর কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। এদিন তাঁর সঙ্গে মুর্শিদাবাদ জেলাশাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মল সাহা। এদিন বিজেপি–র বহরমপুর সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য মিছিল করে নির্মল সাহা জেলাশাসকের অফিসে মনোনয়ন জমা দেন। প্রায় একই সময়ে বহরমপুরে তৃণমূল কার্যালয় থেকে শোভাযাত্রা করে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান মনোনয়নপত্র জমা দিতে যান। এদিন মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, তৃণমূল কংগ্রেসের বহরমপুর–মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার সহ জেলার একাধিক শীর্ষ তৃণমূল নেতা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ইউসুফ পাঠান বলেন, ‘‌লোকসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের উন্নয়নের নিরিখে মানুষের কাছে ভোট চাইছেন। এখানে নির্বাচনী প্রচার করতে গিয়ে বহু সমস্যা নজরে এসেছে। সেগুলো আমি নথিবদ্ধ করেছি। সাংসদ হিসেবে নির্বাচিত হলে সেই সমস্যাগুলোর সমাধান করব।’‌ এদিন আরও একবার ইউসুফ বলেন যে তিনি এখানে বহিরাগত নন। 
  • Link to this news (আজকাল)