• তারকেশ্বর-বিষ্ণপুর রেলপথ সম্প্রসারিত করতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনায় পূর্ব রেল...
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তারকেশ্বর-বিষ্ণুপুর রেলওয়ে প্রকল্পের সমাপ্তির জন্য স্থান পরিদর্শন করল পূর্ব রেলওয়ের কনস্ট্রাকশন বিভাগের একটি প্রতিনিধিদল। উপস্থিত ছিলেন চিফ ইঞ্জিনিয়ার, চিফ অ্যাডমিনিস্ট্রেশন অফিসার এবং ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তাঁরা। বাসিন্দাদের আশ্বস্ত করা হয় স্থানীয় জীবিকার উপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। মাছ চাষ, জল সরবরাহের দিকে নজর রেখে সমপরিমাণ এলাকা জুড়ে দিঘি সম্প্রসারণ করার প্রতিশ্রুতি দেন রেল আধিকারিকরা। হুগলি জেলার পূর্ব রেলওয়ে অংশের সঙ্গে সংযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নয়া রেল প্রকল্প। কামারপুকুর, জয়রামবাটি, বড়গোপীনাথপুর, ময়নাপুর এবং গোকুলনগরে থাকতে পারে এই রেলপথের স্টপেজ। বর্তমানে, বিষ্ণুপুর-জয়রামবাটি-কামারপুকুর-তারকেশ্বরের পর্যটন শিল্প পুরোটাই নির্ভরশীল সড়ক পরিবহণের ওপর। হাওড়া-গোঘাট লোকাল ট্রেনে যেতে সময় লাগে আড়াই ঘণ্টা। বিষ্ণুপুর পর্যন্ত লাইন সম্প্রসারিত হলে সেই সময় গিয়ে দাঁড়াবে তিন ঘণ্টায়। সড়কপথে এই সময়টা পাঁচ ঘণ্টারও বেশি। লোকাল ট্রেনে হাওড়া থেকে বিষ্ণুপুর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকাষ অন্যদিকে, বাসে যেতে ভাড়া লাগে ১৫০ টাকা। তারকেশ্বর থেকে বিষ্ণপুর রেলপথ চালু হয়ে গেলে সাধারণ মানুষের সুবিধা তো বটেই, সেখানকার পর্যটন শিল্পেও উন্নতি হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
  • Link to this news (আজকাল)