সুতপা সেন: ভোটার কার্ড আছে? থাকলেও কিন্তু ভোট দিতে পারবেন না! কেন? নাম থাকতে হবে ভোটার তালিকায়। ভোটারদের তালিকা দেখে নেওয়ার অনুরোধ করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। 1950 নম্বরে এসএমএস করে কিংবা Saksham app-র মাধ্যমে ভোটার তালিকা দেখে নেওয়া যাবে। এমনকী, প্রয়োজনে দফা অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন পেশের ১০ দিন আগে পর্যন্ত ভোটার তালিকায় নামও তোলা যাবে।শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোট। ১৯ এপ্রিল শুক্রবার প্রথম দফায় ভোট হল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। বাকি আরও ৬ দফা। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে।বাংলায় কবে কোথায় ভোট?
--
৭ মে(তৃতীয় দফা)--- মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর