Rajasthan Royals vs Mumbai Indians IPL 38th Match Highlights:
আইপিএলের ৩৮তম ম্যাচে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে ৯ উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস। টস জিতে প্রথমে ব্যাট করে মুম্বই ৯ উইকেটে তুলেছিল ১৭৯ রান। জবাবে ১ উইকেটেই প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। যশস্বী জয়সওয়াল ৫৯ বলে সেঞ্চুরি করেন। ৬০ বলে ১০৪ রান করে অপরাজিত থেকে যান। মারেন ৯টি চার এবং ৭টি ছয়। সঞ্জু স্যামসনও ২৮ বলে করেন অপরাজিত ৩৮ রান। তিনি ২টি চার ও ২টি ছয় মারেন।