• সিপিএমের ২ প্রার্থীর মনোনয়ন জমার শোভাযাত্রায় মতুয়া ভিড়
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শোভাযাত্রা নিয়ে জোর টক্কর দেখা গেল বাম ও গেরুয়া শিবিরের মধ্যে। কৃষ্ণনগর ও রানাঘাট কেন্দ্রের বাম প্রার্থীদের নিয়ে শোভাযাত্রা করে সিপিএম। অন্যদিকে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাহুল সিনহা। কিন্তু বিজেপির শোভাযাত্রায় সেই উচ্ছ্বাস দেখা যায়নি। এমনকী রানিমার এই শোভাযাত্রা কার্যত এড়িয়ে গেলেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। সকলের নজর এড়িয়ে নীরবে মনোনয়নপত্র জমা দেন তিনি। কিন্তু অনেকেই ভেবেছিলেন সোমবারের মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে কৃষ্ণনগর ও রানাঘাটের দুই বিজেপি প্রার্থীকে একসঙ্গে দেখা যাবে। সেই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। 

    তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বামেদের শোভাযাত্রায় মতুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ধামসা মাদল নিয়ে মতুয়ারা চাকদহ থেকে বামেদের শোভাযাত্রায় শামিল হয়। মতুয়াদের বাজনার তালে তালে সিপিএমের কর্মীদের নাচতে দেখা যায়। সবমিলিয়ে উৎসবের মেজাজেই মনোনয়নপত্র জমা করেন বাম প্রার্থীরা। তবে বামেদের শোভাযাত্রায় মতুয়াদের এই উপস্থিতি  লোকসভা নির্বাচনের আগে বিজেপির কাছেও চিন্তার বিষয়। কারণ, এদিন বিজেপির মিছিলে দেখা যায়নি মতুয়াদের। 

    এদিন বেলা বারোটা নাগাদ বামেদের মিছিল শুরু হয় কৃষ্ণনগর টাউন হল থেকে। হুড খোলা গাড়িতে দুই সিপিএম প্রার্থীকে চাপিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। 

    মতুয়াগড় চাকদহ ব্লক থেকে প্রায় ১৬০ জন মতুয়া বামেদের শোভাযাত্রায় যোগ দেন। মিছিলে উপস্থিত মতুয়া যুবক সৌরভ দে বলেন, ‘নিঃশর্ত নাগরিকত্ব আমাদের জন্মগত অধিকার। এটা কোনও পাইয়ে দেওয়ার বিষয় নয়। ভোটের বিনিময়ে নাগরিকত্ব দেওয়া হবে, এটা বাঞ্ছনীয় না। মিছিলে জোর করে কেউ আসেনি। স্বতঃস্ফূর্তভাবে সবাই শামিল হয়েছে।’  

    কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী এস এম সাদি বলেন, ‘তৃণমূল বিজেপি দু’টিই কর্পোরেট নিয়ন্ত্রিত দল। দু’টি দলই সর্বনাশ করছে দেশ ও রাজ্যের। মানুষের হাতে কাজ, ধর্মীয় সম্প্রতি এই সবকিছুর জন্যই আমাদের লড়াই।›

    অন্যদিকে দুপুর একটা নাগাদ কৃষ্ণনগরের চ্যালেঞ্জের মোড় থেকে বিজেপির মিছিল শুরু হয়। অনেকেই ভেবেছিলেন রানিমার সঙ্গে রানাঘাট লোকসভার প্রার্থী জগন্নাথ সরকারকেও একই গাড়িতে দেখা যাবে। কিন্তু তিনি ছিলেন না। এ ব্যাপারে রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন, ‘রানিমার পরে আমার সময় নেওয়া ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার। সেইমতো আমি দিয়েছি। আলাদা করে কোনও শোভাযাত্রা করা হয়নি। তবে কৃষ্ণনগরে যে শোভাযাত্রা হয়েছিল তার অধিকাংশটাই রানাঘাটের লোকসভার।’

    কৃষ্ণনগর লোকসভার বিজেপি প্রার্থী অমৃতা রায় বলেন, ‘নদীয়াবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। বেলেডাঙার ফ্লাই ওভার, পলাশীর সুগারমিল সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা লড়ছি। সকলেই আমার পাশে রয়েছে। তাই জয় নিয়ে আমি নিশ্চিত।’
  • Link to this news (বর্তমান)