• গার্ডেনরিচ কাণ্ড: ঘটনাস্থল থেকে অবশেষে শুরু মাটির নমুনা সংগ্রহ
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের পর এক মাসের বেশি সময় অতিবাহিত। ঘটনার কয়েকদিনের মাথায় কারণ অনুসন্ধানে কমিটি গড়েছিল কলকাতা পুরসভা। কিন্তু ঘটনাস্থলের মাটির নমুনা সংগ্রহ করতেই লেগে গেল প্রায় তিন সপ্তাহ। যাবতীয় প্রতিবন্ধকতা সরিয়ে রবিবার একটি গর্ত থেকে মাটির নমুনা নেওয়া হয়েছে। সোমবারও এই কাজ চলে। সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের মাঝামাঝি  বিজ্ঞানভিত্তিক তদন্ত রিপোর্ট পুর-কর্তৃপক্ষের কাছে পেশ করবেন পুরসভার কমিটি নিয়োজিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা।

    গার্ডেনরিচের নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার জায়গাটি কিছুটা ‘এল’ আকৃতির। সূত্রের খবর, প্রথমে ঠিক হয়েছিল  মধ্যবর্তী জায়গায় একটি গর্ত করে নমুনা সংগ্রহ করা হবে। কিন্তু যাদবপুরের বিশেষজ্ঞরা তিনটি কোনাতেই গর্ত করে নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তার কথা জানান। সেই মতো পুরসভা ঘটনাস্থলের যাবতীয় ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে। প্রায় আট ফুট উঁচু হয়ে থাকা ধ্বংসাবশেষ না সরিয়ে সেখানে গর্ত করে নমুনা সংগ্রহ কার্যত অসাধ্য ছিল। ওই পরিস্থিতিতে কয়েক সপ্তাহ ধরে সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ চালায় পুরসভা। ইতিমধ্যে দু’টি গর্ত থেকে মাটির নমুনা নেওয়া হয়েছে। আগামী দু’-তিনদিনের মধ্যে তিন নম্বর গর্ত থেকে নমুনা সংগ্রহের কাজ শেষ হয়ে যাবে। পুরসভার তদন্ত কমিটির এক সদস্য বলেন, ‘আমরা ইতিমধ্যে ঘটনার কারণ জানিয়ে একটি প্রাথমিক রিপোর্ট পেশ করেছি। কিন্তু মাটির নমুনা তুলতেই তো অনেকটা সময় লেগে গেল। শুনেছি, ওঁরা নমুনা পরীক্ষা করতে ২১ দিন সময় চেয়েছেন। ওই রিপোর্ট পাওয়া পরেই পুর কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশ করা হবে।’
  • Link to this news (বর্তমান)