• উদয়নারায়ণপুরে বিজেপি নেতাদের মারধরের অভিযোগ, অস্বীকার শাসক দলের
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়ায় ভোট হতে বাকি প্রায় এক মাস। প্রচার এখন মধ্য গগনে। এরমধ্যেই বিজেপি নেতাদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উদয়নারায়ণপুরের খিলা বাজারে। বিজেপি নেতারা বলেন, সোমবার বিজেপি প্রার্থী অরুণ উদয় পালচৌধুরীর সমর্থনে এই এলাকায় একটি র‍্যালি হওয়ার কথা ছিল। সেই উপলক্ষ্যে বিজেপি কর্মীরা দলীয় পতাকা দিয়ে এলাকা সাজিয়েছিলেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই পতাকা খুলে ফেলছিল। তখন উদয়নারায়ণপুর ৫ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি সুশান্ত মাইতি ও যুব কনভেনার বাপ্পা সাঁতরা প্রতিবাদ করায় তাঁদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। শাবল দিয়ে মেরে সুশান্ত মাইতির পা ভেঙে দেওয়া হয়। বাপ্পা সাঁতরার মাথায় আঘাত লাগে। এরপর দু’জনকে প্রথমে জগৎবল্লভপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়। দলের দুই নেতার উপর আক্রমণের ঘটনার খবর পাওয়ার পর খিলায় যান বিজেপি প্রার্থী। বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ সভাপতি সুরজিৎ মণ্ডল বলেন, সুশান্ত মাইতির পা ভেঙে গিয়েছে। একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। এ নিয়ে বিজেপি’র পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হচ্ছে বলে জানান সুরজিৎবাবু। 

    বিজেপি’র আনা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। তিনি বলেন, নির্বাচন যত এগিয়ে আসবে, বিজেপি তত বেশি বেশি করে এই ধরনের মিথ্যা অভিযোগ করবে। সেকারণে দলীয় কর্মীদের এই ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন সাজদা আহমেদ।
  • Link to this news (বর্তমান)