• পরিবেশ রক্ষার বার্তা খুদে পড়ুয়াদের
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: সোমবার ছিল বিশ্ব বসুন্ধরা দিবস। এই বছরের থিম ‘প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক’। বছরের এই বিশেষ দিনে একদিকে যেমন প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়ারা গাছে জলের হাঁড়ি বেঁধে পাখিদের গরমের হাত থেকে বাঁচিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিল। অন্যদিকে, নদীর পাড়ে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিলেন পুলিস ও প্রশাসনের কর্তারা। এদিন উলুবেড়িয়ার বাড়মংরাজপুর প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়ারা বিদ্যালয়ের গাছে বেঁধে দিল জলের হাঁড়ি। তাদের মতে, গরমের এই সময় জলের অভাবে পাখিরা হিট স্ট্রোকে মারা যায়। সেকারণে তারা গাছে জলের হাঁড়ি বেঁধেছে। তাদের বক্তব্য, স্কুল ছুটি পড়ে গেলেও প্রতিদিন সকালে এসে তারা হাঁড়িতে জল দিয়ে যাবে। যাতে পাখিদের কোনও কষ্ট না হয়। এদিন শ্যামপুর থানার পক্ষ থেকে পরিবেশ বাঁচাতে গাদিয়াড়ায় নদীর পাড়ে গাছের চারা বসানো হয়। এদিন উলুবেড়িয়া ১ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে উলুবেড়িয়ার হীরাপুর গ্রাম পঞ্চায়েতের কাঁজিয়খালি এলাকায় গাছের চারা লাগানো হয়। ভোটদানেও উদ্বুদ্ধ করা হয়। 
  • Link to this news (বর্তমান)