• ফুরফুরে মেজাজে নাইটরা; 'সতীর্থদের সঙ্গে দারুন সময় কাটাচ্ছি', বললেন সল্ট
    ২৪ ঘন্টা | ২৩ এপ্রিল ২০২৪
  • দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: আইপিএলে পাঁচ ম্যাচে জয়। প্লে-অফের দৌড়ে এখন অনেকটাই এগিয়ে KKR। রবিবারের উত্তেজনাপূর্ণ ম্যাচে ফুরফুরে মেজাজে পাওয়া গেল  ফিল সল্ট, মিচেল স্টার্ক  রায়ান টেন দুশখাতদের। গস্ফ খেলতে এসেছিলেন তাঁরা। 

    আইপিএলে KKR-র ওপেনার হিসেবে দারুণ ছন্দে ব্যাট করছেন ফিল সল্ট। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'সবে প্রতিযোগিতার মাঝামাঝি এসেছি। এখনই বেশি কিছু বলতে চাই না। নিজেদের আরও উপরের দিকে নিয়ে যেতে হবে। দলের সতীর্থদের সঙ্গে দারুন সময় কাটাচ্ছি'। KKR-র আর এক ওপেনিং ব্য়াটসম্যান সুনীল নারিন। সল্ট বলেন, 'সুনীলের সঙ্গে ব্যাটিং দারুণ উপভোগ করছি। ও চাপ কমিয়ে দেয়। আমাকে প্রথম ১০ বলে ২০০ স্ট্রাইক করতে হয় না। কিছু ম্য়াচে করতে পারি, কিন্তু সবসময় করতে পারব না। আমরা যদি শুরুটা ভালো করি, তাহলে আমরা কয়েকটি বাউন্ডারি দূরে থাকব। পাওয়া প্লে-তে ভালো কিছু করতে হয়,  যা আমরা করেছি'।রবিবার ইডেনে বিরাট কোহলি কি আউট ছিলেন? বিতর্ক চলছে এখনও। আম্পায়ারদের  তর্কাতর্কি করে শাস্তির মুখে কোহলি।  আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করেছে বিসিসিআই। সল্টের মতে, 'আমাদের দৃষ্টিকোণ থেকে, মনে হচ্ছে আমরা ঠিক করেছি।  নো-বল ডেটা নিয়ে অনেক কথা হচ্ছে'। জানালেন, 'ব্যক্তিগতভাবে আমি মনে করি যেকোনও সময় আপনি আরও সুনির্দিষ্ট এবং সঠিক সিদ্ধান্ত নিতে ডেটা এবং প্রযুক্তি ব্যবহার করছেন। খেলার জন্য় এটা ভালো জিনিস'।
  • Link to this news (২৪ ঘন্টা)