এই সময়: দিনের তাপমাত্রায় কিছুটা স্বস্তি মিললেও সোমবার একদম ভোরে (রবির শেষরাত) কার্যত রেকর্ড গড়ল মহানগরের রাতের তাপমাত্রা (২৯.৬ ডিগ্রি সেলসিয়াস)। ১৮৭৫ সালে আলিপুরে আবহাওয়া অফিস তৈরির পর থেকে এ পর্যন্ত মাত্র একবারই এপ্রিলের কলকাতায় রাতের তাপমাত্রা এর থেকে বেশি ছিল। সেটা ১৯৮৭ সালের ৫ এপ্রিল (২৯.৭)।গত বছর ২১ এপ্রিলও রাতের তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এক সপ্তাহের বেশি সময় ধরে অসহ্য তাপে জ্বলতে থাকা দক্ষিণবঙ্গের আকাশে সোমবার সকালে খানিকটা ছাতার মতোই দেখা মেলে মেঘের। যার প্রভাবে কলকাতা এবং সংলগ্ন এলাকার সঙ্গেই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমে।
টানা তিন দিন ৪০ ডিগ্রি পেরোনো কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এ দিন নেমে আসে ৩৯ ডিগ্রিতে। তবে সল্টলেক এ দিনও ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরেই থেকেছে (৪০.২)। সোমবার ব্যারাকপুরে ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সেখানে ছিল ৪৩.৭, যা পুরুলিয়ায় থেকেও বেশি।
এই পরিস্থিতিতে অবশ্য চিন্তা বাড়াচ্ছে মহানগরের রাতের তাপমাত্রা। গত দু’দিন মহানগরে তা যে ভাবে বেড়েছে, সেটা স্বস্তিদায়ক নয়। গোটা দিন গরমে কাটানোর পর যাঁরা রাতে কিছুটা স্বস্তির আশায় থাকছেন, তাঁদের রীতিমতো হতাশ করেছে শনি ও রবিবারের শেষরাত। এপ্রিলের উষ্ণতম ১০ রাতের তালিকার ৭ নম্বরে ঢুকে পড়েছিল ২১ তারিখ, তারপর লাফ মেরে একেবারে সেকেন্ডে পৌঁছে গিয়েছে ২২ এপ্রিল।
আবহবিদরা জানাচ্ছেন, দিনের তাপমাত্রা এত বেশি থেকেছে যে রাতে টেম্পারেচার কমার সুযোগ সে ভাবে মিলছে না। তাই এমন অবস্থা।
তাঁরা জানাচ্ছেন, আজ, মঙ্গলবারও আকাশে মেঘের দেখা মিলবে। ফলে দক্ষিণবঙ্গের বাসিন্দারা কিছুটা স্বস্তি পাবেন। যদিও তা নিতান্তই সাময়িক। মেঘ থাকলেও হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।
এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। অথচ আকাশে এই ছেঁড়া মেঘের আচ্ছাদনেই সোমবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা (৪১.৭) রবিবারের (৪৪.৭) তুলনায় কিছুটা কমই ছিল। সোমবার রাজ্যের উষ্ণতম স্থান ছিল কলাইকুন্ডা (৪১.৮), তারপরে মেদিনীপুর (৪১.৭)।
এ ছাড়াও এ দিন পানাগড় (৪১.৫), বাঁকুড়া (৪১), দিঘা (৪০.৭) এবং পুরুলিয়া (৪০.৩) ছিল রাজ্যের উষ্ণতম স্থানগুলোর অন্যতম। আজ তাপমাত্রা খুব বেশি বাড়বে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। তবে কাল, বুধবার থেকে ফের দিনের তাপমাত্রা চড়বে বলে আশঙ্কা। কাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।
কলকাতা-সহ বাকি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বৃহস্পতি ও শুক্রবার তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং হুগলির জন্য।