• ম্যাগির প্যাকেটে লুকানো হীরে! আকাশ পথে পাচারের চেষ্টা, তারপর...
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৪
  • হয়তো বা ভেবেছিল এভাবে হিরে লুকিয়ে আনলে কেউ কিচ্ছুটি টের পাবে না। একেবারে অভিনব কায়দায় হিরে আনছিল অভিযুক্ত। তবে শেষরক্ষা হয়নি। ধরা পড়তে হয় নিরাপত্তারক্ষীদের কাছে। ম্য়াগির প্যাকেটের লুকিয়ে হিরে ভরে আনছিল অভিযুক্ত। তবে শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তা বেষ্টনীতে আটকে পড়ে অভিযুক্ত। তবে তার এই কীর্তিকলাপ থেকে তাজ্জব হয়ে গিয়েছেন তদন্তকারীরও। অভিযুক্তকে আটক করা হয়েছে।কী কী বাজেয়াপ্ত?

    শুল্ক বিভাগ তিন দিনে মুম্বাই বিমানবন্দর থেকে ২ কোটি টাকার হিরে এবং ৪ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করেছে। শুল্ক দফতরের এক আধিকারিক সোমবার জানিয়েছেন, এক যাত্রী নুডলসের প্যাকেটে হিরে লুকিয়ে রেখেছিল। তবে চেকিংয়ের সময় তা ধরা পড়ে। এছাড়া বাজেয়াপ্ত হয়েছে ৬ কেজি সোনা। সোনা ও হিরে চোরাচালানের অভিযোগে তিন দিনে মোট ৩৫ জন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

    প্রসঙ্গত কয়েক দিন আগেই বাংলাদেশ সীমান্ত থেকে BSFসাড়ে ৮২ লাখ টাকার সোনা উদ্ধার করেছে। সীমান্তের ওপার থেকে চোরাচালানকারীরা বেআইনি পথে ভারতে সোনা পাচারের চেষ্টা করছিল। আগের থেকে খবর পেয়ে বিএসএফ ফাঁদ পেতেছিল। নদিয়ার কাদিপুরে বিএসএফ জওয়ানরা আটক করে ১০টি সোনার বিস্কুট। আন্তর্জাতিক বাজারে এর আনুমানিক মূল্য ৮২ লাখ ৪৫ হাজার ৯৫২ টাকা। বিএসএফের কাছে সুর্নির্দিষ্ট খবর ছিল কাদিপুর সীমান্তে ওপার থেকে সোনা ফেলা হবে। সেই তথ্যের ভিত্তিতেই বাহিনীর জওয়ানদের সতর্ক করা হয়। আচমকাই সীমান্তের ওপারে ঝোপের মধ্যে তাঁরা দু'জনকে লুকিয়ে থাকতে দেখেন। চোরাকারবারিরা ব্যারিকেডের কাছাকাছি এসে প্যাকেট ছুড়ে মারে। এপারে যারা সেই প্যাকেট নেওয়ার অপেক্ষায় ছিল বিএসএফ তাদের ঘিরে ফেলে। বিষয়টি আঁচ করে প্যাকেট ফেলে রেখেই ওই দলটি পালিয়ে যায়। এরপর গ্রাম পঞ্চায়েতের দুই সদস্যকে সাক্ষী রেখে খোলা হয় প্যাকেট। দশটি সোনার বিস্কুট মেলে।

    অন্যদিকে, সপ্তাহ খানেক আগেই কলকাতা বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার হয়। নগদ সাড়ে ১১ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়। আগরতলা থেকে কলকাতা বিমানবন্দরে নামার পর ভোররাতে ওই যাত্রীর লাগেজ থেকে টাকা উদ্ধার হয়। কেন এত টাকা নগদ আনা হচ্ছিল তার সদুত্তর দিতে পারেননি জয়দেব পাল নামে ওই ব্যক্তি। আয়কর দফতরের এয়ারপোর্ট ইন্টেলিজেন্স ইউনিট এই টাকা বাজেয়াপ্ত করে। নির্বাচনের জন্য টাকা আনা হচ্ছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (এই সময়)