• বিতর্ক তুঙ্গে! দেশের সম্পদ বিলি নিয়ে আক্রমণের ডবল ডোজ মোদীর, এড়ালেন মুসলিম প্রসঙ্গ
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৪
  • বিতর্ক হলেও কংগ্রেসকে আক্রমণের ঝাঁঝ কমালেন না নরেন্দ্র মোদী। দেশের সম্পদ বিলিয়ে দেওয়ার অভিযোগে ফের একবার হাত শিবিরকে আক্রমণ প্রধানমন্ত্রীর। এবার অবশ্য তাঁর মুখে মুসলিমদের কথা শোনা গেল না।

    নতুন করে কংগ্রেসকে আক্রমণতবে নরেন্দ্র মোদী ফের একবার বললেন, দেশের সম্পদ বিলিয়ে দেবে কংগ্রেস। উত্তর প্রদেশের আলিগড়ে নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, 'আপনাদের সকলকে সতর্ক করার জন্য বলছি। কংগ্রেসের উদ্দেশ্য সঠিক নয়। কংগ্রেসের রাজপুত্র বলছেন সরকারে এলে তারা খতিয়ে দেখবেন কার কত টাকা রোজগার। কে কত সম্পত্তির অধিকারি।' এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদী আরও বলেন, 'কংগ্রেস ক্ষমতায় এলে আপনাদের সম্পত্তি নিয়ে বিলিয়ে দেবে। এটাই তাদের নির্বাচনী ইস্তেহারে লেখা রয়েছে। ভেবে দেখুন আমাদের মা-বোনেদের ঘরে যে সোনাদানা রয়েছে, যে স্ত্রীধন রয়েছে তা ছিনিয়ে নিতে চাইছে এরা। আইন বদলে দেবে। আপনার সমস্ত সম্পত্তি নিয়ে দেবে।'প্রধানমন্ত্রীর কোন বক্তব্যে বিতর্ক?কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে মোদী বলেন, ‘ভারতের স্বাধীনতার সময় মুসলিম লীগ যে ধরণের চিন্তা ভাবনা করত, কংগ্রেসের ইস্তেহারেও সেই ধরণের ভাবনা প্রতিফলিত হচ্ছে। মুসলিম লীগের আদলে তৈরি ইস্তেহারের সবর্ত্রই বামপন্থী ছাপ। কংগ্রেসের কাছে আদর্শ বা নীতি কোনও কিছুই আজ আর অবশিষ্ট নেই। কংগ্রেস যেন সব কিছুই চুক্তিতে দিয়ে দিয়েছে। পুরো দলটিকে আউটসোর্স করতে হচ্ছে। রাহুল গান্ধীর দলের ইস্তেহারের পাতায় পাতায় ভারত ভাঙার মন্ত্রণা দেওয়া হয়েছে।' পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি পুরনো বার্তা স্মরণ করিয়ে নমো বলেন, ' মনমোহন সিংয়ের সরকার বলেছিল, দেশের সম্পত্তির উপর প্রথম অধিকার রয়েছে মুসলিমদের। তাহলে আপনারাই বুঝুন, মা-বোনেদের গয়না ওরা কাদের মধ্যে বিলিয়ে দেবে। যারা বেশি বেশি সন্তানের জন্ম দেয় তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে দেশের সম্পত্তি। বহিরাগতদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে আপনাদের কষ্ট করে অর্জিত পয়সা। আপনারা কি চান, আপনাদের পয়সা বহিরাগতদের মধ্যে বিলিয়ে দেওয়া হোক?'

    কী প্রতিক্রিয়া নির্বাচন কমিশনের?রাজস্থানে নরেন্দ্র মোদীর বক্তৃতা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। কিন্তু, এই বিতর্ত নিয়ে মুখ খুললো না নির্বাচন কমিশন। এই নিয়ে করা প্রশ্নের উত্তরে ‘আমরা মন্তব্য করছি না’ বলে দায় এড়িয়ে ান নির্বাচনী প্যানেলের মুখপাত্র।
  • Link to this news (এই সময়)