• KS Eshwarappa : নির্দল হিসেবে লোকসভার লড়াইয়ে বহিষ্কৃত BJP নেতা, জিতে দলের ফেরার শপথ 'মোদী ভক্তের'
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৪
  • নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত কে এস ঈশ্বরাপ্পার। আর তারপরই রাতারাতি দল থেকে বহিষ্কার করা হল তাঁকে। কর্নাটকের শিবামোগ্গা আসনটি নিয়ে টানটান উত্তেজনা। বহিষ্কারের পরই এককভাবে লড়াইয়ের হুংকার ঈশ্বরাপ্পার। জিতে ফের BJP-তে ফেরার অঙ্গীকার করেছেন তিনি।কে এই ঈশ্বরাপ্পা?কে এস ঈশ্বরাপ্পা কর্নাটকের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যের ইউনিট প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন। BJP থেকে তাঁকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

    কেন এই বহিষ্কার?দলের শৃঙ্খলারক্ষা কমিটির সভাপতি লিঙ্গরাজ পাটিল বলেন, 'দলের সিদ্ধান্তকে গুরুত্ব দেননি কে এস ঈশ্বরাপ্পা। বিদ্রোহী হিসেবে নির্দল লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। শিবামোগ্গা লোকসভা আসন থেকে নির্দল হিসেবে লড়ছেন তিনি। যা একপ্রকার দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। দলের নিয়ম ভঙ্গ করেছেন তিনি। ফলে তাঁকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তাঁকে সমস্ত দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছে।'

    কেন দলের প্রতি বিরাগভাজন ঈশ্বরাপ্পা?সম্প্রতি প্রকাশ্যে ঈশ্বরাপ্পা ঘোষণা করেছিলেন, তিনি আর BJP-র সঙ্গে নেই। কোনওরকম শাস্তি ভোগ করতেও তিনি ভয় পান না। হাভেরি আসন থেকে তাঁর ছেলেকে লোকসভার টিকিট না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন কর্নাটকের এই প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী। সরাসরি দোষারোপ করেছিলেন BJP-র সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র এবং তাঁর বাবা বর্ষীয়ান নেতা বি এস ইয়েদুরাপ্পাকে। ছেলে কে ই কন্টেশকে কেন লোকসভার টিকিট দেওয়া হয়নি, তা নিয়ে ফুঁসে উঠেছিলেন ঈশ্বরাপ্পা। তাঁর বক্তব্য, 'আমার বিরুদ্ধে যা করতে হয় করে নিক। যা শাস্তি দিতে হয় দিক। আমি যখন স্থির করেই ফেলেছি নির্দল প্রার্থী হিসেবে লড়ব, তখন কেউ আমায় আটকাতে পারবে না। আমি দল ছেড়ে বেরিয়ে এসেছি। BJP সভাপতি জানেন না নির্দল হিসেবে লড়াই করার অর্থ কী।' বিদ্রোহী এই নেতার আরও বক্তব্য, 'আমি কোনও হুঁশিয়ারিতে ভয় পাই না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যা আদর্শ, যা লক্ষ্য, আমারও তাই। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে লড়ছেন নরেন্দ্র মোদী। তেমনি আমার লড়াইটাও দলকে ইয়েদুরাপ্পা এবং তাঁর ছেলেদের থেকে বের করে আনা।'

    ইতিমধ্যেই শিবামোগ্গা আসন থেকে নির্দল হিসেবে মনোনয়ন জমা করেছেন ঈশ্বরাপ্পা। BJP-র বর্তমান সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বড় ছেলে বি ওয়াই রাঘবেন্দ্রর বিরুদ্ধে লড়বেন তিনি। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী গীতা শিবারাজকুমার।

    সূত্রের খবর, দলের একাধিক নেতা কে এস ঈশ্বরাপ্পাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। তবে তিনি না গ্রাহ্য করেননি। ঈশ্বরাপ্পার কথা, 'আমার হৃদয়ে বিরাজ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি তাঁর ছবি নিয়েই নির্দল প্রার্থী হিসেবে প্রচার করব। আমার গলায় থাকবে গেরুয়া উত্তরীয়। তবে BJP-তে আমি আর নেই। কিন্তু, বিশ্বাস রাখি আমি জিতবই। আর জিতে আবার BJP-তে ফিরব।'

    উল্লেখ্য, কর্নাটকের এই শিবামোগ্গা আসনে ভোটগ্রহণ রয়েছে আগামী ৭ মে।
  • Link to this news (এই সময়)