Virat Kohli fined: কোহলির বিরুদ্ধে ব্যবস্থা নিল বোর্ড! ছাড়া হবে না মহাতারকাকে, ঠিক করে ফেললেন জয় শাহরা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ এপ্রিল ২০২৪
Virat Kohli dismissal controversy:
কেকেআরের বিরুদ্ধে ম্যাচে রবিবার আম্পায়ারদের সঙ্গে অভব্য আচরণ করায় বিরাট কোহলিকে জরিমানা করলেন ম্যাচ কমিশনার। কোহলির ম্যাচ ফি-এর ৫০ শতাংশ কেটে নেওয়া হবে। তাঁর আউট নিয়ে বিতর্ক তৈরি করে রবিবার কোহলি আম্পায়ারদের সঙ্গে মাঠেই বিতর্কে জড়িয়েছিলেন। যা সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছে।