K S Eshwarappa sacked: দলের বিরুদ্ধে বিদ্রোহী প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, নির্দল প্রার্থী হওয়ায় বহিষ্কার করল বিজেপি
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ এপ্রিল ২০২৪
Lok Sabha Elections 2024:
কর্ণাটক বিজেপি সোমবার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কে এস ঈশ্বরাপ্পাকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার ছেলে বর্তমান বিজেপি সাংসদ এবং দলীয় মনোনীত বি ওয়াই রাঘবেন্দ্রের বিরুদ্ধে শিবমোগা থেকে নির্দল প্রার্থী হিসাবে ঈশ্বরাপ্পা মনোনয়ন জমা দেওয়ার পরে তাঁকে বহিষ্কার করা হয়েছে। রাঘবেন্দ্র কর্ণাটক বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্রের ভাইও।