ভগবান হনুমান সিদ্ধযোগী। তিনি সব দেবতাদের আশীর্বাদে পুষ্ট। ভগবান শিবের এক রূপ তিনি। তাঁর ক্ষমতা সীমাহীন। সেই কারণে ভগবান হনুমান চাইলে যে কোনও অভীষ্টকে নিজের আশীর্বাদের মাধ্যমেই পূরণ করতে পারেন। পাশাপাশি, তাঁর উপস্থিতিতে দূর হয়ে যায় যাবতীয় অকল্যাণ। আর, সেই কারণে ভগবান হনুমানের কাছে ভক্তদের প্রার্থনারও শেষ নেই।