Hanuman Jayanti 2024 Date: তাঁর কৃপায় অসম্ভবও হয় সম্ভব! ভগবান হনুমানের জন্মদিনে কীভাবে পাবেন তাঁর কৃপা?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ এপ্রিল ২০২৪
Hanuman Jayanti 2024 in Bengali:
রামভক্ত ভগবান মহাবীর হনুমান। অষ্টসিদ্ধি থেকে নবসিদ্ধি- সব সাধনার তিনিই দাতা। তিনি চাইলে অসম্ভবও সম্ভব হয়ে থাকে। শুধু তা-ই নয়, চার যুগেই তিনি বিরাজমান। তিনি অমর। ভক্তদের দাবি, তাঁকে মন দিয়ে ডাকলে দর্শন এবং কৃপা পাওয়া যায়। সেই ভগবান হনুমানের এবার জন্মদিন পড়েছে ২৩ এপ্রিল।