• তাপপ্রবাহের মধ্যেও প্রচারে খামতি নেই জলঙ্গিতে রোড-শো আবু তাহেরের
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৪
  • সংবাদদাতা, ডোমকল: সোমবারও মুর্শিদাবাদ জেলাজুড়ে তাপপ্রবাহ অব্যাহত ছিল। ৪০ ডিগ্রি তাপমাত্রার মধ্যেই হুডখোলা গাড়িতে নিজের নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল প্রার্থী আবু তাহের খান। ভোটের আগে প্রতিটি দিন গরম উপেক্ষা করেই প্রচার কাজ সারছেন বিদায়ী সাংসদ। রোড-শো চলাকালীন আশেপাশে সাধারণ মানুষের ভিড় প্রচারে আরও উৎসাহ জোগাচ্ছে তৃণমূল প্রার্থীকে। প্রসঙ্গত, বুধবার জলঙ্গিতে আবু তাহের খানের সমর্থনে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই বুধবার জলঙ্গি বিধানসভার সাগরপাড়ার বিভিন্ন এলাকায় মিনি রোড শো করেন তাহের। সামনে পিছনে শতাধিক কর্মী-সমর্থকদের নিয়ে বাইক র‌্যালিও করেন। ভোটের আগে কর্মীদের মনোবল চাঙ্গা করতে কর্মী-সমর্থকদের নিয়ে মিটিং করতেও দেখা যায় তাঁকে। সোমবার ইউসুফ পাঠানের মনোনয়ন জমা দেওয়ার পরে বহরমপুর থেকে সাগরপাড়ার আসেন তাহের। দুপুরে কাজিপাড়া থেকে রোড শো শুরু করেন। বিধায়ককে সঙ্গে নিয়ে কাজিপাড়া থেকে নটিয়াল বাজার, দেবীপুর বাজার, খাইরামারী, নরসিংহপুর, সাহেবনগর হয়ে কাজিপাড়া পর্যন্ত রোড শো ও বাইক র‌্যালি করেন তিনি। শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক তাঁর পিছনে বাইক নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন। বাইক র‌্যালি দেখতে রাস্তার দু’ধারে অপেক্ষারত সমর্থকদের উদ্দেশে হাত নাড়ান তিনি। রোড শো শেষে কাজিপাড়া স্কুলের মাঠে দলীয় কর্মীদের নিয়ে মিটিং করেন।

    এদিন সাদা হুডখোলা গাড়ির সামনে ও পিছনে প্রচুর বাইক নিয়ে র‌্যালি করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তাহের বলেন, গরম পড়ছে। কিন্তু তা বলে কি প্রচার থেমে থাকবে? সকাল বেলা ইউসুফ পাঠানের মনোনয়ন জমা দেওয়ার সময় সেখানে হাজির ছিলাম। দুপুর থেকে সাগরপাড়ার বিভিন্ন জায়গায় রোড শো ও বাইক র‌্যালি করেছি। ভোটের প্রচারে নেমে প্রচুর মানুষের সমর্থন পাচ্ছি। মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে ভালো লাগছে। আশা করছি আগের বারের মতো এবারও মুর্শিদাবাদ লোকসভায় দিদির উপর ভরসা করে এখানকার মানুষ আমাকেই জেতাবেন।
  • Link to this news (বর্তমান)