• বিজেপি ১০ পেরবে না: মমতা, বাংলা নিয়ে মোদিকে সরাসরি চ্যালেঞ্জ নেত্রীর
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৪
  • প্রীতেশ বসু, করণদীঘি: পঁয়ত্রিশ দূরঅস্ত। এই লোকসভা ভোটে বাংলায় ১০টি আসনও পাবে না বিজেপি। সোমবার রায়গঞ্জের নির্বাচনী সভায় এই ভাষাতেই সরাসরি নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁচাছোলা ভাষায় তাঁর আক্রমণ, ‘মোদির একরাশ মিথ্যা প্রতিশ্রুতির জোরেই উনিশের ভোটে এ রাজ্যে ১৮টা আসন পেয়েছিল বিজেপি। পাঁচ বছরে তাঁর গ্যারান্টি গ্যাস বেলুনের মতো উড়ে গিয়েছে। বিজেপির নির্বাচিত সাংসদদের এই পাঁচ বছরে দেখা পর্যন্ত মেলেনি।’ আর তাই বাংলার আম জনতাকে তাঁর আহ্বান, ‘বিজেপিকে একটি ভোটও নয়।’ 

    সোমবার রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে দু’টি জনসভা করেন মমতা। আত্মবিশ্বাসের শিখরে ওঠার জন্য তিনি বেছে নেন করণদীঘির সভাকেই। গত কয়েকদিন প্রত্যেকটি প্রচারমঞ্চ থেকে তিনি দাবি করে চলেছেন, ২০০ পেরবে না বিজেপি। মহাজোট ‘ইন্ডিয়া’র অন্য শরিকরাও তাঁর এই প্রত্যয়ে সিলমোহর দিচ্ছেন। এদিন আরও একধাপ এগিয়ে ‘বাংলার রায়’ই যেন শুনিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদি-অমিত শাহ পশ্চিমবঙ্গে যে ২৫ থেকে ৩৫টি আসন প্রাপ্তির দাবি জানিয়ে চলেছেন, তাকে মাটিতে নামিয়ে আনলেন তিনি। ঘোষণা করলেন, মোদির গ্যারান্টি থেমে যাবে দশের মধ্যে। তাঁর হুঙ্কার, জুমলা ও ভাঁওতার জবাব ভোটে দেবে মানুষ। মমতার বিশ্বাস, চব্বিশের এই মহারণে বাংলা তাঁর পাশেই থাকবে। কারণ, এত বছর তৃণমূল বঙ্গবাসীর পাশে থেকেছে। ভবিষ্যতেও থাকবে। বললেন, ‘ওদের হাতে আর কিছুই নেই। বিধানসভায় চেষ্টা করেছিল। বলেছিল ইস বার ২০০ পার। ৮০-ও পার হতে পারল না। এখন ভাবছে, হরে কৃষ্ণ হরে রাম যদি পাই ৩০টি ধাম। মানে ৩০টি কেন্দ্র। আমি বলি, আগে তুমি ১০টা আসন পেয়ে দেখাও। তারপর বড় বড় কথা বলবে।’

    বিভেদ ও বিদ্বষের রাজনীতির বিরুদ্ধে বছরের পর বছর সুর চড়িয়েছেন মমতা। তাঁর অভিযোগ, ভোটপর্বে এই প্রবণতা আরও বাড়িয়েছে বিজেপি। উন্নয়নের ইস্যু নেই বলে মেরুকরণে ঝুঁকছে গেরুয়া বাহিনী। যদিও বাংলায় এই বিভাজনের রাজনীতি সফল হবে না বলেই বিশ্বাস তাঁর। আর বাংলার নির্বাচিত সরকার ফেলে দেওয়ার প্রসঙ্গ? মমতার ঘোষণা, ‘৩০টি আসন পেলে নাকি সরকার ফেলে দেবে? মনে রাখবেন, বাংলায় এই খেলা এত সহজ নয়। আমরা তোমাদের চোখ রাঙানিকে ভয় পাই না। তৃণমূল মানুষের শক্তি। মরে যাবে, তবু  আত্মসমর্পণ করবে না। তৃণমূলই একমাত্র দল, যারা বিজেপিকে হটাতে পারে।’ প্রধানমন্ত্রীকে তাঁর কটাক্ষ, ‘মোদিবাবু আসলে প্রচারবাবু হয়ে উঠেছেন। সব কিছুতেই তাঁর ছবি চাই। তাঁর এখন আবার মহিলা ভোটও চাই। কিন্তু আমি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আমাকে এতটুকু সম্মান করেন না। আর বলছেন কি না, মহিলা ভোট চাই! লজ্জা করে না?’ 
  • Link to this news (বর্তমান)