• ৮৫ বছরে মৃত্যু কুখ্যাত চোর ধনীরামের
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৪
  • নয়াদিল্লি: ‘ভুয়ো’ বিচারক সেজে বন্দিদের মুক্তি থেকে দামি গাড়ি চুরি। এরকম হাজারের বেশি চুরির মামলায় অন্তত ৯০ বার জেলে গিয়েছেন। পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে কুখ্যাত চোরের ‘শিরোপা’ পাওয়া ধনীরাম মিত্তালের (৮৫) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার স্বাস্থ্যজনিত কারণে তিনি মারা যান। ধনীরাম আইনের স্নাতক। কিন্তু আইনজীবী না হয়ে ‘চুরি’কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ১৯৬৪-২০১৬ সাল পর্যন্ত এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। হাজারের বেশি গাড়ি চুরি, ভুয়ো বিচারক সেজে হাজারের বেশি বন্দিকে মুক্ত করে দেওয়ার মতো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিস জানিয়েছে, হাজারের বেশি চুরির মামলায় সরাসরি যুক্ত ছিলেন ধনীরাম। গাড়ি চুরি ছিল তাঁর কাছে পছন্দের বিষয়। চুরির দায়ে ৯০ বার তাঁকে জেলে যেতে হয়েছে। জেল থেকে ছাড়া পেয়েও নিজেকে পাল্টাননি। ২০১৬ সালে ৭৭ বছর বয়সে দিল্লির রানিবাগ থেকে গাড়ি চুরির অভিযোগে শেষবারের মতো তিনি গ্রেপ্তার হন। সেটি ছিল তাঁর ৯৫তম গ্রেপ্তারি। যদিও জীবনের শেষ দিন পর্যন্ত জামিনে মুক্ত ছিলেন তিনি।
  • Link to this news (বর্তমান)