• সলমন কাণ্ড: তাপ্তি নদীতে আগ্নেয়াস্ত্রের খোঁজে তল্লাশি
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৪
  • সুরাত: সলমন খানের আবাসন ‘গ্যালাক্সি’তে গুলি চালানোর ঘটনায় এবার সুরাতের তাপ্তি নদীতে তল্লাশিতে নামল ক্রাইম ব্রাঞ্চ। যে বন্দুক দিয়ে গত ১৪ এপ্রিল ভোরে সলমনের ফ্ল্যাট লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তার খোঁজেই সোমবার নদীতে তল্লাশি চালান আধিকারিকরা। পুলিসি জেরায় দুই দুষ্কৃতী জানিয়েছে, ঘটনার দিন গুলি চালানোর পর বাইকে চেপে তারা সুরাত গিয়েছিল। তারপর সেখান থেকে ভুজগামী একটি ট্রেনে উঠে পড়ে তারা। ট্রেনটি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় তাপ্তি নদীতে ফেলে দেয় বন্দুকটি। ধৃতদের থেকে এই তথ্য পেয়ে তড়িঘড়ি তাপ্তি নদীতে তল্লাশি শুরু করেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। ডুবুরি ও স্থানীয় জেলেদের সাহায্য নিয়ে চলে খোঁজাখুঁজি। উল্লেখ্য, গত রবিবার ভোরে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় ভিকি গুপ্ত ও সাগর পাল নামে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর দুই দুষ্কৃতী। ঘটনার দু’দিন পর তাদের গুজরাতের ভুজ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। উল্লেখ্য, সোমবার দাদা সলমনের জন্য নিজামুদ্দিন দরগায় প্রার্থনা করেন বোন অর্পিতা খান। 
  • Link to this news (বর্তমান)