• IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী
    হিন্দুস্তান টাইমস | ২৩ এপ্রিল ২০২৪
  • মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ৩৮ তম ম্যাচে সেঞ্চুরি করেন রাজস্থান রয়্যালস ওপেনার যশস্বী জয়সওয়াল। এই শতরানের মাধ্যমে তিনি ফর্মে ফিরে আসেন। এর ফলে আইপিএলে একটি বড় রেকর্ডও তৈরি করেছেন তিনি। এই বাঁ-হাতি ব্যাটসম্যান আইপিএলের ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি ২৩ বছর বয়সের আগে দুটি সেঞ্চুরি করেছেন।

    যশস্বী জয়সওয়াল ২১ বছর ১২৩ দিন বয়সে তার প্রথম আইপিএল সেঞ্চুরি করেছিলেন, যেখানে এই রঙিন লিগে তার দ্বিতীয় সেঞ্চুরিটি ২২ বছর ১১৬ দিন বয়সে এল। আশ্চর্যের বিষয় হল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্য়ালসের জার্সি গায়ে দুটি সেঞ্চুরিই করেছেন যশস্বী জয়সওয়াল। এই দুর্দান্ত পারফরম্যান্সের পরে, যশস্বী জয়সওয়ালকে খুব খুশি দেখাচ্ছিল এবং তিনি দলের কোচ কুমার সাঙ্গাকারা ও দলের অধিনায়ক সঞ্জু স্যামসনকে ধন্যবাদ জানিয়েছেন।

    যশস্বী জয়সওয়াল ম্যাচের পরে বলেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ। আমি শুরু থেকেই বেশ মজা পাচ্ছিলাম এবং আমি নিশ্চিত করেছিলাম যে আমি সঠিকভাবে বল দেখব এবং সঠিক ক্রিকেট শট খেলব। আমি সেটা করার চেষ্টা করছি এবং আমি সেটা ভালো করেই করতে পেরেছি। কখনও কখনও এটা ভালো হয় এবং কখনও কখনও সেটা হয় না, আমি এটা নিয়ে খুব বেশি ভাবি না।’

    তিনি আরও বলেন, ‘আমি আমার সমস্ত সিনিয়রদের ধন্যবাদ জানাতে চাই, যেভাবে তারা আমাকে গাইড করেছে। আমি রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট এবং বিশেষ করে সাঙ্গা স্যার এবং সঞ্জু ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি বাইরে যাই এবং আমি আমার অনুশীলন সেশনে নিজের সেরাটা দিয়ে থাকি। আজ আমি খুব খুশি।’

    মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে ১৮০ রানের লক্ষ্য তাড়া করার সময়, যশস্বী জয়সওয়াল ৬০ বলে ৯টি চার এবং ৭টি আকাশচুম্বী ছক্কার সাহায্যে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ম্যাচের পরে, অধিনায়ক সঞ্জু স্যামসনকেও যশস্বী এবং পুরো দলের প্রশংসা করেন।

    সঞ্জু স্যামসন বলেছেন, ‘এর কৃতিত্ব সকল খেলোয়াড়কে দেওয়া উচিত। পাওয়ারপ্লেতে আমরা ভালো শুরু করেছিলাম। মাঝমাঠে বাঁ-হাতি ব্যাটসম্যানরা অবিশ্বাস্য খেলা দেখিয়েছে। কিন্তু আমরা যেভাবে ফিরে এসেছি, আমরা ম্যাচ জিতেছি। উইকেটটা একটু শুকনো লাগছিল।’

    তিনি আরও বলেন, ‘কিন্তু আলো জ্বলে ওঠার পরে রাতে ঠান্ডা বাড়ে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করা ভালো হয়ে যায়। আমি মনে করি না তার কারও (জয়সওয়াল) পরামর্শের দরকার আছে। সে খুব আত্মবিশ্বাসী। একটি ছিল খেলাধুলার বিষয়ে। দেখা যাক উইকেট কেমন থাকে (লখনউ) এবং দেখি কেমন যায়।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)