• 'গণ্ডা গণ্ডা বাচ্চা কেবল মুসলিমদের? বাজপেয়ী-মোদীরা ক'ভাইবোন জানেন?' এবার আসরে ওয়াইসি
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৪
  • 'আমরাই কি কেবলমাত্র বহিরাগত? আমাদেরই গণ্ডা গণ্ডা বাচ্চা?' নরেন্দ্র মোদীর মুসলিম ইস্যুতে করা মন্তব্য নিয়ে এবার সরব আকবরুদ্দিন ওয়াইসি। একটি নির্বাচনী জনসভায় তাঁকে বলতে শোনা যায়, 'আপনারা কি জানেন অটল বিহারী বাজপেয়ীর কতজন ভাইবোন ছিল? সাত জন। এরপরও বলবেন মুসলিমদেরই কেবলমাত্র বেশি সন্তান থাকে। অমিত শাহেরও সাত জন ভাইবোন ছিলেন। নরেন্দ্র মোদীরা ছয় ভাইবোন।'মুসলিমদের বারবার আক্রমণ করা প্রসঙ্গে মিম প্রধান আসাদুদ্দিনের ভাই আকবরুদ্দিন ওয়াইসি বলেন, 'আমরাই তাজমহল, কুতুব মিনার, লাল কেল্লা, জামা মসজিদ এবং চারমিনারের মতো স্থাপত্য গড়েছি। আমরা এই দেশকে সাজিয়ে তুলেছিলাম। এই দেশ আমাদের। আমরা এই দেশেই থাকব।'

    মুসলিমদের নিয়ে মোদীর মন্তব্যরাজস্থানে নির্বাচনী জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন, 'কংগ্রেস SC-ST সংরক্ষণ কমিয়ে তা মুসলিমদের মধ্যে বিলিয়ে দিতে চাইছে। কংগ্রেস ষড়যন্ত্র করে আপনাদের থেকে সম্পত্তি ছিনিয়ে নেবে। নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সেই সম্পত্তি বিলিয়ে দেওয়া হবে। যাদের অনেক অনেক বাচ্চা রয়েছে তাদের মধ্যে বিলিয়ে দেবে। আমাদের মা-বোনেদের ঘরে যে সোনাদানা রয়েছে, যে স্ত্রীধন রয়েছে তা ছিনিয়ে নিতে চাইছে এরা। আইন বদলে দেবে। আপনার সমস্ত সম্পত্তি নিয়ে দেবে মুসলিমদের মধ্যে তা বিলিয়ে দেওয়া হবে। আপনারা তা মেনে নিতে পারবেন তো?'

    প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ২০০৪ সালের একটি ভাষণ নিয়েও সরব হন তিনি। নরেন্দ্র মোদীর কথায়, 'প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিং বলেছিলেন দেশের সম্পত্তির উপর সর্বপ্রথম অধিকার হবে মুসলিমদের। তাহলে আপনারাই বুঝুন, মা-বোনেদের গয়না ওরা কাদের মধ্যে বিলিয়ে দেবে। যারা বেশি বেশি সন্তানের জন্ম দেয় তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে দেশের সম্পত্তি। বহিরাগতদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে আপনাদের কষ্ট করে অর্জিত পয়সা। আপনারা কি চান, আপনাদের পয়সা বহিরাগতদের মধ্যে বিলিয়ে দেওয়া হোক?'

    মঙ্গলবার ফের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে 'হেচ স্পিচের' অভিযোগ তুলেছে কংগ্রেস। মঙ্গলবার রাজস্থানে নির্বাচনী জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন, 'কংগ্রেস SC-ST সংরক্ষণ কমিয়ে তা মুসলিমদের মধ্যে বিলিয়ে দিতে চাইছে।' ফের একবার এদিন তাঁর মুখে শোনা যায়, দেশের সম্পদ বিলিয়ে দেওয়ার কথা। তিনি বলেন, 'কংগ্রসকে ভোট দিলে ওরা কিছু নির্দিষ্ট মানুষের মধ্যে আপনার সম্পত্তি বিলিয়ে দেবে। এবার আপনারা ঠিক করুন, সেটি মেনে নেবেন কি না।'
  • Link to this news (এই সময়)