• মোদীর গানেই এখন সুপারহিট পঞ্চদশী প্রেরণা
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৪
  • অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি

    সকাল সাড়ে সাতটায় বাড়ি থেকে বেরোনো৷ প্রথমে শোভাযাত্রায় অংশগ্রহণ৷ পরে হুডখোলা গাড়িতে করে রোড শো— একের পর এক জনপদ পাড়ি দেওয়া৷ মাঝে মহল্লা সভা, দুপুরে ক্ষণিকের বিরতি৷ আবার পড়ন্ত রোদের বিকেল থেকে শুরু করে মাঝরাত পর্যন্ত জনসংযোগ অভিযানে সামিল হওয়া৷ ভোটের মরশুমে এই রুটিন দেখলে যে কেউ বলে দেবেন, এটা কোনও রাজনৈতিক নেতা-নেত্রী বা ভোটপ্রার্থীর রোজনামচা৷এখানেই সামান্য ফারাক!

    রাজস্থানের বিকানিরের বাসিন্দা, পঞ্চদশী প্রেরণা পঞ্চারিয়ার এখন এটাই প্রতিদিনের রুটিন৷ ‘মোদী কা পরিবার’, এবং ‘মোদী কি গ্যারান্টি’ মিউজিক ভিডিয়ো রিলিজের পরে সঙ্গীতশিল্পী প্রেরণা এতটাই জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন যে, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত তাঁর প্রশংসা করেছেন৷ এর পরে বিকানির তো বটেই, আশেপাশের সব জেলায় বিজেপির নির্বাচনী প্রচারে যেতে হচ্ছে প্রেরণা পঞ্চারিয়াকে।

    ‘ইয়ে লহর নেহি ললকার হ্যায়, অব কি বার ৪০০ পার হ্যায়’ শুনেই তাঁরা উল্লাসে ফেটে পড়ছেন৷ এটা অসাধারণ অভিজ্ঞতা৷ কোনওদিন ভাবিনি আমার গান শোনার জন্য লোকে এমন পাগল হবে৷’ ইতিমধ্যেই প্রেরণার গান সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে৷ প্রেরণার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোটের ময়দানে ঝড় তুলতে মরিয়া বিজেপিও৷

    পদযাত্রা, মহল্লা প্রচার, জনসভা বা রোড শো— সব জায়গাতেই অনুষ্ঠান শুরু করা হচ্ছে প্রেরণার গান দিয়ে৷ ভোটের বাজারে নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ১৫ বছরের প্রতিশ্রুতিমান গায়িকা প্রেরণার ফটোও৷ রাজস্থানেরই একটি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল প্রেরণার, প্রধানমন্ত্রী তাঁকে সেদিন আশীর্বাদও করেন।

    প্রেরণার মতই বিজেপির থিম সং গেয়ে প্রচারের আলোয় চলে এসেছেন কবি সিং৷ সপ্তাহ দুয়েক আগে কবি সিং গেয়েছেন ‘ফির মোদী কো লে আও’ প্রচার গান৷ তৈরি হয়েছে মিউজিক ভিডিয়োও৷ উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে কবি সিংয়ের গাওয়া এই গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে৷ তারপরেই বিজেপির বিভিন্ন জনসভায় আমন্ত্রিত অতিথি এবং শিল্পী হিসেবে ডাক পাচ্ছেন কবি৷

    রাতারাতি পাওয়া এই খ্যাতি কেমন লাগছে? লখনৌ থেকে ফোনে কবি সিংয়ের সংক্ষিপ্ত জবাব, ‘খ্যাতি পাওয়ার থেকেও বড় খ্যাতির শিখরে থাকা৷ এটা সহজ নয়৷ জানার পরেই প্রতিটি মুহূর্তে সতর্ক থাকছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি৷’

    একই সুর শোনা গিয়েছে নবাগত গায়ক প্রদীপ বোরার মুখে৷ রাম মন্দির এবং ৩৭০ ধারার বিলুপ্তি নিয়ে গান রচনা করে বিজেপি নেতাদের নজরে আসা প্রদীপ বোরার একের পর এক মিউজিক ভিডিও এতটাই জনপ্রিয় হয়েছে যে উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ, অভিনেতা মনোজ তিওয়ারিকে দেখা গিয়েছে সেই মিউজিক ভিডিয়োতে পা মেলাতে৷ লোকসভা ভোটের আবহে প্রেরণা, কবির মত প্রদীপ বোরাও সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত বিজেপির ভোট প্রচারের সঙ্গী হিসেবে৷

    এই তিন নবাগত শিল্পীর গাওয়া গান ও মিউজিক ভিডিয়োর সঙ্গে পাল্লা দিতে ‘হাত বদলেগা হালাত’ নামের একটি মিউজিক ভিডিও রিলিজ করেছে কংগ্রেসও৷ তবে রাজনৈতিক মহলের অভিমত, সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিয়োর যুদ্ধে কংগ্রেসের থেকে অনেকটাই এগিয়ে বিজেপি৷
  • Link to this news (এই সময়)