• Sikkim Railway Project : সিকিমে কবে শুরু ট্রেন পরিষেবা? মুখ খুলল রেল
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৪
  • আর নিউ জলপাইগুড়ি নেমে গাড়ি ধরার ঝক্কি নেই। এবার কু ঝিক ঝিক সিকিম। এক ট্রেনে সোজা পৌঁছে যাওয়া যাবে বাংলা থেকে সিকিম। সেবক থেকে রংপো রেল প্রজেক্টের কাজ চলছে জোরকদমে। ভ্রমণপিপাসুদের সকলেরই প্রশ্ন, কবে থেকে শুরু হবে রেল পরিষেবা। এই নিয়ে এবার সম্ভাব্য সময় জানাল NFR।২০২৪ সালের মধ্যে সবক-রংপো রেল প্রজেক্ট সম্পন্ন করার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জেরে তা সম্ভব হয়নি। বারবার ব্যাহত হয়েছে কাজ। একাধিকবার সিকিমে ধস, মেঘ ভাঙা বৃষ্টির জেরে বন্ধ করে দিতে হয়েছে এই রেললাইন খননের কাজ। এবার নতুন করে ডেডলাইন হিসেবে ধার্য করা হয়েছে ২০২৫ সালের অগাস্ট মাসকে।

    এ প্রসঙ্গে এই সময় ডিজিটালকে NFR-এর জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব বলেন, 'সম্পূর্ণ পাহাড়ি পথে এই রেললাইন তৈরির কাজ হচ্ছে। পুরো রাস্তাটাই ঢালু এবং এবড়োখেবড়ো। এছাড়াও রয়েছে নদী। যেখানে মাটি আলগা এবং নরম। ফলে অতি সন্তর্পণে এবং ঝুঁকি নিয়ে কাজ চালাতে হচ্ছে। উঁচু পাহাড়ি ঢালে সড়কপথে যেভাবে গাড়ি যায় ট্রেন তো সেভাবে যেতে পারবে না। তাই এই রেলপথে একাধিক ব্রিজ এবং টানেল তৈরি করতে হচ্ছে। সেই পথে ট্রেন ছুটবে। অনুমান করা হচ্ছে আগামী বছরের মধ্যে আমরা এই সেবক থেকে রংপো পর্যন্ত রেললাইন তৈরির কাজ শেষ করতে পারব।'

    কবে থেকে শুরু হবে প্যাসেঞ্জার ট্রেন?

    সেবক থেকে রংপো রেলপথ নির্মাণে ২০২৫ সালের অগাস্ট মাসে শেষ হলেও তখনই প্যাসেঞ্জার ট্রেন চালু হওয়ার সম্ভাবনা কম। এ প্রসঙ্গে নীলাঞ্জন দেব বলেন, 'রেললাইন তৈরি সম্পন্ন হয়ে গেলে প্রথমেই প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে না। প্রথমে এই লাইনে পরীক্ষার জন্য চলবে মালগাড়ি। বারবার তা চালিয়ে সমস্ত দিক পরীক্ষা করে দেখা হবে। কতক্ষণে চ্রেন গন্তব্যে পৌঁছচ্ছে, প্রতিটি স্টেশনে পৌঁছতে কত সময় লাগছে। তা খতিয়ে দেখা হবে। এরপর যাত্রী নিরাপত্তার বিষয়গুলি নিশ্চিত করে তবেই চালানো হবে প্যাসেঞ্জার ট্রেন।' জনসংযোগ আধিকারিকের সংযোজন, 'প্যাসেঞ্জার ট্রেন চালু হতে হতে কমপক্ষে আগামী বছরের শেষ হয়ে যাবে।'

    সেবক-রংপো রেল রুটে মোট ১৪টি সুড়ঙ্গ পড়বে, ২২টি সেতু থাকবে। এর মধ্যে খনন কাজ হয়েছে ১০টি সুড়ঙ্গের। সমগ্র প্রকল্পটির প্রায় ৩৮.৬৪ কিলোমিটার বিন্যাস টানেলের মাধ্যমে অতিক্রম হয়েছে এবং টানেল নির্মাণের ৯২.৩১ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে।
  • Link to this news (এই সময়)