• বাংলায় কত আসনে নজর BJP-র? ফের পরিষ্কার করলেন অমিত শাহ
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৪
  • বাংলা থেকে ৩৫ আসন জয়ের জন্য রাজ্য বিজেপি নেতৃত্বকে টার্গেট বেঁধে দিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যে প্রথম দফার নির্বাচন মিটে গিয়েছে। বাংলা থেকে কত আসন পেতে হবে বিজেপিকে? মঙ্গলবার উত্তরবঙ্গে প্রচারে এসে ফের একবার সেই বার্তা দিয়ে গেলেন অমিত শাহ.মালদা দক্ষিণ লোকসভার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী 'র সমর্থনে রোড শোতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। সেখানেই রোড শোয়ের শেষে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ‘আপনারা বাঙালি থেকে একটি পদ্মকে ভোট দেওয়ার মানে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। বাংলা থেকে বিজেপিকে ৩০টির বেশি আসনে বিজেপি জেতাতে হবে কি হবে না!’ বিজেপি কর্মী, সমর্থকদের উদ্দেশে তিনি জানান, গতবার এই আসন থেকে ৫ হাজার ভোটে হারতে হয়েছিল। এবার প্রায় ৫০ হাজার লিড নিয়ে বিজেপি প্রার্থী নির্ভয়া দিদি (শ্রীরূপা মিত্র চৌধুরী) কে জেতাতে হবে।

    বাংলায় রাজ্য সরকারের বিরুদ্ধেও একের পর এক সমালোচনামূলক বক্তব্য তুলে ধরেন অমিত শাহ। বাংলা থেকে দুর্নীতি মুক্ত করতে গেলে ‘একমাত্র উপায় বিজেপিকে জিতিয়ে আনা’ বলে বার্তা দেন অমিত শাহ। এদিনের মিছিল থেকে সিএএ প্রসঙ্গ তুলে ধরেন তিনি। অমিত শাহ বলেন, ‘এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তান থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে বাধা দিচ্ছেন। আপনারই বলুন, সিএএ আনা উচিত নাকি উঁচিয়ে নয়?

    বার বার পরিবর্তিত বিজেপির টার্গেট! কী বলছে বঙ্গ গেরুয়া শিবির?

    বাংলায় গুন্ডাগিরি, কাটমানির রাজনীতি চলছে বলেও অভিযোগ করেন অমিত শাহ। তাঁর অভিযোগ, ‘বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দুর্নীতি রাজ্ চলছে। রাজ্যের মন্ত্রীদের বাড়ি থেকে ৫০ কোটি, ৭৫ কোটি নগদ অর্থ মিলছে। গরিব ছেলে-মেয়েদের চাকরি দেওয়ার নাম করে ১০ থেকে ১৫ লাখ কাটমানি নেওয়া হয়েছে। এখানে কাটমানি বন্ধ হওয়ার নাম নেই।’

    উল্লেখ্য, এর আগে বাংলায় এসে উত্তরবঙ্গে প্রচার সেরে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কেঁদেই স্বরাষ্ট্র মন্ত্রী রাজ্যের বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে নামলেন, মঙ্গলবারই মালদা দক্ষিণের বিজড়পি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী হয়ে রোড শো করেন তিনি। পাশাপাশি, রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের হয়েও সভা করেন অমিত শাহ।
  • Link to this news (এই সময়)