‘অযোগ্যরা নেতাদের থেকে টাকা ফেরত চান’, যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা সৃজনের
এই সময় | ২৩ এপ্রিল ২০২৪
হাইকোর্টের রায়ে চাকরি হারা যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়ালেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। পাশাপাশি, অযোগ্য প্রার্থী যাঁরা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন বলে তাঁর দাবি, তাঁদের সেইসব নেতাদের থেকে টাকা ফেরত নেওয়ার আবেদন সৃজনের।সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় ২৬ হাজার চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করা হয়। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের এই রায়ের পরেই জোর চর্চা শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দলের বক্তব্য, যোগ্য প্রার্থী যাঁরা তাঁদের কী হবে?
যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য। তাঁর কথায়, ‘ যাঁরা যোগ প্রার্থী আমরা তাঁদের পাশে আছি।’ তবে, অনেকেই নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছেন। সেক্ষেত্রে রাজ্যের শাসক দলের নেতারাই সেই অর্থের বিনিময়ে অযোগ্যদের চাকরি করিয়ে দিয়েছেন বলেও দাবি করলেন তিনি।
সিপিএম প্রার্থী বলেন, ‘যাঁরা অযোগ্য, যাঁদের চাকরি পাওয়ার কথা ছিল না, তৃণমূল নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এখন সেই নেতাদের কাছে যান, তাঁদের কাছ থেকে টাকা ফেরত চান। প্রয়োজনে আমরা আপনার সঙ্গে যাব।’ রাজ্যের শাসক দলকে আক্রমণ করে সৃজন বলেন, ‘অযোগ্যদের চাকরি দিয়ে ওঁরা আঙুল ফুলে কলাগাছ হয়ে যাবে। মানুষ বঞ্চিত হয়ে যাবে, এটা হতে পারে না। তবে যোগ্যদের চাকরি চাই।’
সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এসএসসি মামলা নিয়ে নির্দেশ দেন। সেই নির্দেশে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করার ব্যাপারে জানানো হয়। এই রায়ের পরেই রাজনৈতিক আলোড়ন শুরু হয় রাজ্য জুড়ে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিষোদগার শুরু করে দেন রাজ্যের বিরোধী দলের নেতৃত্ব। সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
যদিও, কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ওই প্রার্থী তালিকা অনুযায়ী অযোগ্যদের চাকরি বাতিল করা হলেও, অনেক যোগ্য প্রার্থীরা চাকরিহারা হতে চলেছেন। সেই বিষয়টি কোনওভাবেই মেনে নিতে না পারে দেশের শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। যাঁদের চাকরি বাতিল করা হয়েছে তাঁদের বেতন সুদ সহ ফেরত দেওয়ার কথা জানানো হয়।