তৃণমূল ছেড়ে গত বছরই কংগ্রেসে যোগ দিয়েছিলেন। আশা করেছিলেন এবারের লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে হাত শিবিরের প্রার্থী হবেন। সে আশায় জল পড়েছে। প্রার্থী করা তো দূর, এমনকী পাহাড়ের প্রার্থী নির্বাচনে বিনয় তামাংয়ের মতামতও নেওয়া হয়নি। উল্টে কংগ্রেস দার্জিলিং কেন্দ্রের এবার ভোটযুদ্ধে নামায় মুনিশ তামাংকে। তারপর থেকেই পাহাড়ের রাজনীতিতে সমকীরণ বদলাতে থাকে। এবার লোকসভা ভোটে দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকেই সমর্থন জানালেন কংগ্রেস নেতা বিনয় তামাং।