TMC VS CPIM: কী এমন ঘটল ডায়মন্ড হারবারে? অভিষেকের দলের বিরুদ্ধে বড়সড় অভিযোগ সিপিএমের!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ এপ্রিল ২০২৪
Pratikur Rahaman VS Abhishek Banerjee At Diamond Harbour Lok Sabha Constituency:
ডায়মন্ড হারবারে অন্যদের থেকে অনেকটা দেরি করে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এদিকে সিপিএম ও আইএসএফের মধ্যে আসন নিয়ে বোঝাপড়াও হয়নি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই কেন্দ্রে কাস্তে হাতুড়ি প্রতীকে লড়াই করছেন প্রতীকুর রহমান। বাইক, স্কুটি, টোটো, অটো. বাসে প্রচার সারছেন বাম যুব নেতা। প্রতীকুরের অভিযোগ, ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় অর্ধ শতাধিকের বেশি দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। এমনকী যে ভাড়া গাড়িতে তিনি প্রচার করছিলেন সেই গাড়ির চালককেও হুমকি দেওয়া হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস প্রতীকুরের অভিযোগ উড়িয়ে দিয়েছে। এমন কাজ তৃণমূল কংগ্রেস করতে পারে না বলে দাবি করেছেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার।