Vandalism at Howrah Station: হাওড়া স্টেশনে ভয়ঙ্কর তাণ্ডব! অফিসে দেদার ভাঙচুর, উপড়ানো হল এনকোয়্যারির ডিসপ্লে বোর্ড
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ এপ্রিল ২০২৪
Terrible Incident At Howrah Station:
সকাল গড়িয়ে তখন বেলা বাড়ছে। একের পর এক এক্সপ্রেস, লোকালের যাত্রীদের আনাগোনায় ঠাসা ভিড় হাওড়া স্টেশনে
Howrah Station)। এই পরিস্থিতিতে হঠাৎই নজরে পড়লেন একদল মারমুখী যাত্রী! নিমেষে ভয়ঙ্কর কাণ্ড। লন্ডভন্ড স্টেশনের অফিস ঘর, এনকোয়্যারির ডিসপ্লে বোর্ড। রীতিমত তাণ্ডব।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)