Dilip Ghsoh: হনুমান জয়ন্তীতে গদা হাতে প্রচার দিলীপের! ব্যাট হাতে কীর্তিকে প্যাকিংয়ের হুঙ্কার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ এপ্রিল ২০২৪
Dilip Ghosh with Mace on Hanuman Jayanti:
দিলীপ ঘোষ মানেই অভিনবত্ব। প্রচারে বেরিয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এই পদ্ম প্রার্থী কখনও ক্রিকেট ব্যাট হাতে ছক্কা হাঁকিয়েছেন, কখনও আবার ফুটবলে লাথি মেনে গোল করেছেন। এমনকী হাতে ত্রিশূল, ছড়ি, হাতপাখা নিয়েও ঘুরছেন। হনুমান জয়ন্তীর দিন প্রচারে দিলীপ ঘোষকে দেখা গেল একেবারে অন্য অবতারে!