West Bengal Weather Today: বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা, কলকাতার গরম কোথায় পৌঁছবে জানেন?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ এপ্রিল ২০২৪
Heat Wave Alert in Bengal:
প্রবল গরমে জ্বলেপুড়ে খাক বাংলা। একেই অসহনীয় গরমে নাভিশ্বাস উঠেছে রাজ্যবাসীর। তার উপরে আরও আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দফতর। বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা, বলছে হাওয়া অফিস। ফের চরম তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কলকাতাতেও বইবে লু।