Inverter AC vs Non-Inverter AC: ইনভার্টার নাকি নন-ইনভার্টার? কোন AC টেকেও বেশি আর বিদ্যুতের খরচও বাঁচায়?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ এপ্রিল ২০২৪
Inverter AC vs Non-Inverter AC:
মাত্রাছাড়া গরমে AC কেনার হিড়িক ভীষণভাবে বেড়ে গিয়েছে। AC এখন আর বাহুল্যতা নেই এটি এখন বেশ অপরিহার্য্য হয়ে উঠেছে। আপনার ঘরের মাপ অনুযায়ী ১ টন, ১.৫ টন কিংবা ২ টনের AC কিনতে পারেন। তবে ইদানিং ইনভার্টার এসি (inverter AC) এবং নন-ইনভার্টার (Non-inverter AC) এসি শব্দবন্ধের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। AC-এর এই দুটি ধরনের মধ্যে কোনটি কিনলে বিদ্যুতের খরচ বাঁচাতে পারবেন? এই ইনভার্টার আর নন-ইনভার্টার AC-র ফারাকটাই বা কী?