Sourav Ganguly-Virat Kohli: এই দু-জনই ওপেন করুন বিশ্বকাপে! একাধিক তারকার হৃদয় ভেঙে মনের ইচ্ছা জানালেন সৌরভ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ এপ্রিল ২০২৪
Sourav Ganguly on Team India in t20 World Cup:
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, ট্র্যাভিস হেডের মত বিরাট কোহলিরও শুরু থেকেই চালিয়ে খেলার ক্ষমতা আছে। আর, সেই কারণে আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপের দাবিদার কোহলিকে অবশ্যই টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেন করানো উচিত। গাঙ্গুলির কথায়, ‘বিরাট ৪০ বলে সেঞ্চুরি করার ক্ষমতা রাখে। আমার ব্যক্তিগত মত, রোহিত এবং বিরাটেরই টি-২০ বিশ্বকাপে ওপেন করা উচিত।’