কেকেআরের বিধ্বংসী সুপারস্টার সুনীল নারিন টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে নেই! অবসর না ভাঙার সিদ্ধান্তে অনড়ই থাকলেন সুনীল। তাঁর এই সিদ্ধান্তে মন ভাঙল ক্রিকেট বিশ্বের। চলতি বছরের জুনে আসন্ন টি-২০ বিশ্বকাপ। তার মধ্যেই নারিন ২৩ এপ্রিল, মঙ্গলবার প্রকাশ করা দীর্ঘ বিবৃতিতে তাঁর অবসরের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন।