• ‌মালয়েশিয়ায় নৌসেনার দুটি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত ১০
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নৌসেনার মহড়া চলাকালীন দুটি হেলকপ্টারের সংঘর্ষ। প্রসঙ্গত, নৌসেনার বর্ষপূর্তি উপলক্ষে মালয়েশিয়ায় সেনা হেলিকপ্টারের মহড়া চলছিল। মহড়া চলকালীন দু’টি হেলিকপ্টার পরস্পরের কাছাকাছি চলে আসে। তার পরই হেলিকপ্টার দু’টির মধ্যে সংঘর্ষ হয়। নৌসেনার প্যারেড গ্রাউন্ডেই হেলিকপ্টার দু’টি ভেঙে পড়ে। রয়্যাল মালয়েশিয়ান নেভি বিবৃতি জারি করে জানিয়েছে, এই ঘটনায় অন্তত ১০ জন মারা গেছেন। জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ মহড়া শুরু হয়। পেরাকে লুমুট নৌসেনা ঘাঁটিতে মহড়া চলছিল। তখনই দুর্ঘটনা ঘটে। দু’টি হেলিকপ্টারে পাইলট–সহ মোট ১০ জন ছিলেন। সকলেই মারা গেছেন। দেহগুলি উদ্ধার করে লুমুট সেনা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। সেই ভিডিওয় দেখা গেছে, অন্তত ৬–৭ টি হেলিকপ্টার মহড়া দিচ্ছিল। আচমকাই একটি হেলিকপ্টার অন্য একটি হেলিকপ্টারের দিকে মোড় নেয়। খুব কাছাকাছি চলে আসে দু’টি কপ্টার। তখনই একটি হেলিকপ্টারের রোটারের সঙ্গে অন্যটির সংঘর্ষ হয়। এরপর, হেলিকপ্টার দু’টি গোত্তা খেয়ে প্যারেড গ্রাউন্ডে আছড়ে পড়ে। 
  • Link to this news (আজকাল)