• ‌ তাইওয়ানে ফের ভূমিকম্প, একের পর এক আফটারশক অনুভূত
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ একের পর এক কম্পন তাইওয়ানে। প্রায় এক ডজন আফটারশক অনুভূত হয়েছে। ভারতীয় সময় সোমবার রাত দশটা নাগাদ একের পর এক ভূমিকম্প অনুভূত হয় পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন শহরে। কম্পন অনুভুত হয় মঙ্গলবার ভোরেও। প্রথমবার কম্পনের পর আরও একাধিকবার আফটারশক অনুভূত হয়েছে। রিখটার স্কেলে প্রথমবার কম্পনের মাত্রা ছিল ৬.‌৩। যদিও বড়সড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও নেই। হুয়ালিয়েনের দমকল বিভাগ জানিয়েছে, গত ৩ এপ্রিলের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া একটি হোটেল আরও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝুঁকে পড়েছে। অবশ্য আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হোটেলটি বন্ধ ছিল। প্রসঙ্গত, দু’সপ্তাহ আগেই ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তাইওয়ানে। কম্পনের মাত্রা ছিল ৭.‌২। মারা যান ১৪ জন। সেবারও কম্পন অনুভূত হয়েছিল এই হুয়ালিয়েন শহরেই। তাইওয়ান এমনিতেই ভূমিকম্পপ্রবণ। দু’টি টেকটোনিক প্লেটের একেবারে মুখে তাইওয়ান। সে কারণেই প্রায়শই ভূমিকম্প অনুভূত হয় এখানে।
  • Link to this news (আজকাল)