• সিনিয়ররা সঠিক দিশায় গাইড করেছি, বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ শতরানের পর বললেন যশস্বী...
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরানের পর যশস্বী জয়েসওয়াল জানান, এদিন শুরু থেকেই ব্যাটিং উপভোগ করেন তিনি। ৬০ বলে শতরানে পৌঁছে যান বাঁ হাতি ওপেনার। স্ট্রাইক রেট ১৭৩.৩৩। ইনিংসে ছিল ৭টি ছয়, ৯টি চার। তাঁর দাপুটে শতরান মুম্বইকে ৯ উইকেটে হারায় রাজস্থান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, টি-২০ বিশ্বকাপের আগে ফর্মে ফিরলেন যশস্বী। এপ্রিলের শেষে বিশ্বকাপের দল ঘোষণা হবে। বর্তমান পারফরম্যান্সের বিচারে তাঁকে পেছনে ফেলে কিছুটা এগিয়ে গিয়েছিলেন শুভমন গিল। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে শতরান আবার তাঁকে আলোচনায় ফিরিয়ে আনল। রাজস্থানকে ম্যাচ জেতানোর পর যশস্বী জানান, শট খেলার আগে তিনি মনোযোগ দিয়ে বলটা দেখেন। তাঁকে সঠিক দিশায় গাইড করার জন্য সিনিয়রদের ধন্যবাদ জানান। যশস্বী বলেন, "আমি প্রথম থেকেই খেলাটা উপভোগ করেছি। আমি খুব মনোযোগ সহকারে বল দেখেছি এবং ক্রিকেটীয় শট খেলেছি। আমি যা করে অভ্যস্থ, সেটাই করার চেষ্টা করছি। কোনওদিন সেটা কার্যকরী হয়, কখনও হয় না। তাই সেই নিয়ে আমি বিশেষ ভাবছি না। আমাকে সঠিক দিশায় গাইড করার জন্য সিনিয়রদের ধন্যবাদ। রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের কাছেও আমি কৃতজ্ঞ। বিশেষ করে সাঙ্গা স্যার এবং সঞ্জু ভাইকে ধন্যবাদ জানাতে চাই। ওরা আমার ওপর আস্থা রেখেছে এবং আমাকে সুযোগ দিয়েছে। প্র্যাকটিস সেশনে আমি সবসময় আমার সেরাটা দিই। তাই আমি ভীষণই খুশি।" জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল রাজস্থান রয়্যালস। একই সঙ্গে টি-২০ বিশ্বকাপের দলে জায়গা প্রায় পাকা করে নিলেন যশস্বী জয়েসওয়াল। 
  • Link to this news (আজকাল)