• ১৮ বছর পর চ্যাম্পিয়ন ইস্টার্ন রেলের পুরুষদের ক্রিকেট দল ...
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ১৮ বছর পর অল ইন্ডিয়া রেলওয়েজ পুরুষদের ক্রিকেট চ্যাম্পিয়নশিপ জিতল ইস্টার্ন রেলওয়ে। পাতিয়ালায় ফাইনালে সাউথ ওয়েস্টার্ন রেলওয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তাঁরা। টসে জিতে প্রথমে ব্যাট করে ৪০ ওভারে ২৪৭ রান তোলে ইস্টার্ন রেল। জবাবে ৩০.৩ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় সাউথ ওয়েস্টার্ন রেল। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন রাজু হালদার। ৭৬ রান করে ফাইনালের সেরা ব্যাটার হন দীপ্তাংশু। মোট ৩৯৬ রান করে টুর্নামেন্টের সেরা ইস্টার্ন রেলের রবি সিং। তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী। উঠতি অনূর্ধ্ব-২৩ পুরুষদের চ্যাম্পিয়নশিপের হাই পারফরম্যান্স ক্যাম্পের জন্য তাঁকে নির্বাচিত করে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। টুর্নামেন্টের লিগ পর্বের ম্যাচ হয় খড়গপুরে, নক আউট পর্ব হয় পাতিয়ালায়।‌ সাফল্যের জন্য ইস্টার্ন রেল দলকে শুভেচ্ছা জানান ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার এবং স্পোর্টস অ্যাসোসিয়েশনের চিফ পেট্রন মিলিন্দ কে দেওউস্কার ও ইস্টার্ন রেলের স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৌমিত্র মজুমদার। 
  • Link to this news (আজকাল)