• ‘ক্ষমাপ্রার্থনা বিজ্ঞাপনের মতই কি বড় ছিল’', রামদেবকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের ...
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের দেশের সর্বোচ্চ আদালতের কাছে ভর্ৎসনা রামদেবের। এদিন আদালত বলেন, খবরের কাগজে গোটা পাতা জুড়ে বিজ্ঞাপন দিতেন। সেভাবে বড় করে ক্ষমা চেয়েছেন ? শীর্ষ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রামদেবের ক্ষমাপ্রার্থনা নাকচ করা হল। কারণ ক্ষমা চাওয়ার ভঙ্গিমা আন্তরিক ছিল না। পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় আদালতের কাছে জনসমক্ষে লিখিত ভাবে ক্ষমা চাইবেন বলে আর্জি জানিয়েছিলেন রামদেব। কিন্তু সেই আবেদনে কান দেয়নি সুপ্রিম কোর্ট। তার পরে জনসমক্ষে ক্ষমা চাওয়ার পথে হাঁটেন রামদেব। মঙ্গলবার শুনানি চলাকালীন রামদেবের আইনজীবী জানান, মোট ৬৭টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমা চেয়েছেন যোগগুরু। তার জন্য মোট ১০ লক্ষ টাকাও ব্যয় হয়েছে। এদিন আলাদা করে আদালতের কাছে গিয়েও ক্ষমাপ্রার্থনা করতে চান রামদেব ও তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণ। এরপর সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, সমস্ত বিজ্ঞাপনের নমুনা কেটে নিয়ে আসুন। আমরা দেখব। এগুলিকে বড় করে নিয়ে আসবেন না। আমরা বিজ্ঞাপনের সঠিক সাইজ দেখতে চাই। এই বিজ্ঞাপন যেন আবার মাইক্রোস্কোপ দিয়ে দেখতে না হয়। আদালতের এই কথাতেই স্পষ্ট রামদেবের ক্ষমাপ্রার্থনায় মোটেই খুশি নয় আদালত। 
  • Link to this news (আজকাল)