• বাড়ল জেল হেফাজতের মেয়াদ, লোকসভা নির্বাচনের তৃতীয় দফাতেও বেরোতে পারবেন না কেজরিওয়াল ...
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জেল হেফাজতের মেয়াদ বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তাঁর জামিনের আবেদন নিয়ে শুনানির পর আদালত নির্দেশ দিয়েছে আরও ১৪ দিন তিহাড় জেলে থাকতে হবে তাঁকে। অর্থাৎ ৭ মে পর্যন্ত বাড়ল কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ। একইসঙ্গে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া আরেক অভিযুক্ত কে কবিতাকেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আদালতের এই নির্দেশে দেশে শুরু হওয়া লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটেও বাইরে বেরোতে পারবেন না কেজরিওয়াল। তবে আদালত নির্দেশ দিয়েছে কেজরিওয়ালের জন্য জেলে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে পরামর্শ নিতে হবে এইমস-এর চিকিৎসকদের থেকেও। আবগারি দুর্নীতি মামলায় ইডি গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে ইডি হেফাজত থেকে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। গ্রেপ্তারির বিরোধীতা করে সুপ্রিম কোর্টে আবেদন করলেও শীর্ষ আদালত নির্দেশ দেয় ২৯ এপ্রিলের আগে শুনানি সম্ভব নয়। একইসঙ্গে আদালতের নির্দেশ ২৪ এপ্রিলের মধ্যে ইডিকে আদালতের কাছে তাদের বক্তব্য পেশ করতে হবে।
  • Link to this news (আজকাল)