• ‌ আদালতের নির্দেশে মেডিক্যাল বোর্ড গঠন হতেই তিহাড় জেলে প্রথমবার ইনসুলিন পেলেন কেজরি...
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ অবশেষে তিহার জেলে ইনসুলিন দেওয়া হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আম আদমি পার্টির দাবি, মুখ্যমন্ত্রীর সুগারের মাত্রা ৩২০ পৌঁছে গিয়েছিল। ইডির গ্রেপ্তারি ও তিহার জেলে বন্দি হওয়ার পর প্রথম ইনসুলিন দেওয়া হল তাঁকে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের শিকার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রতিদিন ইনসুলিন নিতে হয় তাঁকে। তবে জেলবন্দি হওয়ার পর মুখ্যমন্ত্রী বারবার ইনসুলিনের দাবি জানালেও তাঁর কথায় জেল কর্তৃপক্ষ কান দেয়নি বলে অভিযোগ উঠেছিল। আদালতের দ্বারস্থও হয়েছিলেন তিনি। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর চিকিৎসার সমস্ত দায়িত্ব দেয় দিল্লির এইমস হাসপাতালকে। সেখানকার চিকিৎসকদের নিয়ে গঠন করে দেওয়া হয় মেডিক্যাল বোর্ড। সেই মেডিক্যাল বোর্ড গঠনের পর সোমবার রাতে জেলে প্রথমবার ইনসুলিন পেলেন তিনি। আদালত সোমবারই নির্দেশ দিয়েছিল কেজরির শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখবে এইমসের মেডিক্যাল বোর্ড। প্রয়োজন বোধ করলে তারাই দেবেন ইনসুলিন। ১৫ দিন অন্তর দিল্লির মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার বিস্তারিত রিপোর্ট দিতে হবে আদালতকে। পাশাপাশি, বাড়ির খাবার খেলেও ডাক্তারের দেওয়া ডায়েট চার্ট মেনেই খেতে হবে তাঁকে। 
  • Link to this news (আজকাল)