• বীরভূমের সভায় কেষ্ট স্তুতি, মমতার দাবি, ভোট মিটলেই ছেড়ে দেওয়া হবে অনুব্রতকে...
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ তিনি আপাতত জেলে। কেষ্ট ভূমে ভোটপ্রচারে হাজির মমতা ব্যানার্জি। শতাব্দী রায়ের সমর্থনে এদিন জনসভা করেন তিনি। জেলে থাকলেও মমতার মুখে শোনা গেল কেষ্ট স্তুতি। ‌অনুব্রত ও তাঁর কন্যার জেল হেফাজত নিয়ে কেন্দ্রকে এদিন বিঁধলেন তিনি। মমতার দাবি, ভোট মিটলেই নাকি অনুব্রতকে ছেড়ে দেওয়া হবে। তাঁর কথায়, ‘‌ভোটে যাতে কাজ করতে না পারে, তাই আটকে রাখা হয়েছে অনুব্রতকে।’‌ এদিনের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে জোর গলায় আক্রমণ শানান মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘‌প্রচারবাবু’‌ বলে কটাক্ষ করেন। এদিনের সভায় এনআরসি–সিএএ ইস্যুতে মমতা বলেন, ‘‌ওরা সবার অধিকার কেড়ে নেবে। ভয় দেখানোর খেলা চলছে।’‌ কংগ্রেস–সিপিএমকে কটাক্ষ করতেও ছাড়েননি মমতা। তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘‌বিজেপি এখন কংগ্রেস–সিপিএমের হাত ধরেছে। ওরা চায় সংখ্যালঘু ভোট সিপিএম–কংগ্রেসে যাক। আর তৃণমূল হারুক।’‌ ১০০ দিনের কাজ, আবাস যোজনার বঞ্চনা নিয়ে যেমন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন, তেমনই বলেছেন, ‘‌কোভিডের সময় বিনামূল্যে রেশন দিয়েছিল। তারপর সব বন্ধ। এখন আবার ভোটের সময় রেশন দিতে শুরু করেছে।’‌ বিজেপিকে মিথ্যাবাদী বলে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, ‘বিজেপি বলে বেড়ায় বাংলায় নাকি মহিলাদের অসম্মান করা হয়। তাহলে উত্তরপ্রদেশে কী হচ্ছে?‌ দেশের গণতন্ত্রকে লজ্জাজনক জায়গায় নিয়ে গেছে বিজেপি।’‌ তৃণমূল সাংসদদের উপর বিজেপির অত্যাচার নিয়ে মমতা সরব হন এদিন। ১০০ দিনের টাকায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মমতা বলেন, ‘‌টাকা মিটিয়েছে রাজ্য। আবাসের টাকা দেয় না।’‌ নাম না করে শুভেন্দুকে যেমন কটাক্ষ করেছেন, তেমনই বলেছেন, ‘‌অভিষেকের বাড়ির সামনে রেকি করেছে। গুলি করার পরিকল্পনা ছিল। যদি ভোটে জিতবেই তো এত ভয় দেখানোর কী আছে’‌, প্রশ্ন তোলেন মমতা।  
  • Link to this news (আজকাল)