• ‌‌‘‌দার্জিলিংয়ে বিজেপিকে ভোট দিন’‌, টিকিট না পেয়ে পাল্টি খেলেন কংগ্রেসের বিনয় তামাং ...
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে দার্জিলিংয়ে। ভোটের ৭২ ঘণ্টা আগে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান করলেন কংগ্রেসের বিনয় তামাং। প্রসঙ্গত, গত নভেম্বরে কংগ্রেসে যোগ দেন বিনয়। কিন্তু পাঁচ মাসের মধ্যেই হল মোহভঙ্গ। এক ভিডিওবার্তায় বিনয় তামাং বলেছেন, ‘এখন দুর্নীতি আর স্বজনপোষণের বিরুদ্ধে লড়াই করার সময়। সেই প্রেক্ষিতে সমর্থন করছি বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে। পাহাড়ের মানুষের কাছে বলব, আপনারাও তাঁকে সমর্থন করুন।’ প্রসঙ্গত, মোর্চার সঙ্গে সম্পর্ক শেষ করে তৃণমূলে ভিড়েছিলেন বিনয় তামাং। কিন্তু গত বছর তিনি যোগ দেন কংগ্রেসে। দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে মুনিশ তামাংকে। আবার পাহাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হামরো পার্টি কংগ্রেসের হাত ধরে যোগ দিয়েছে ইন্ডিয়া জোটে। এই দুই ঘটনায় অভিমানী বিনয় তামাং, এমনটাই মত রাজনৈতিক মহলের। এদিকে, বিনয়ের সঙ্গে হামরো পার্টির অজয় এডওয়ার্ডের সম্পর্ক ভাল নয়। বিনয় কংগ্রেসে যোগ দেওয়ার পর গুঞ্জন ছিল, তাঁকে পাহাড়ে প্রার্থী করতে পারে কংগ্রেস। কিন্তু তা হয়নি। তাই এবার বিনয় সমর্থন করে বসলেন বিজেপিকে। তবে কংগ্রেস ছাড়ার কথা তিনি এখনও জানাননি। জানা গেছে সোমবার বিনয় তাঁর গোষ্ঠীর নেতাদের নিয়ে বৈঠক করেন। তার পর সোমবার রাতে ভার্চুয়াল বৈঠকে কোর কমিটি তাঁকে দায়িত্ব দেয় সিদ্ধান্ত নেওয়ার। মঙ্গলবার সিদ্ধান্ত জানালেন তিনি। 
  • Link to this news (আজকাল)