• ‌ট্রেন ছাড়তে দেরি, হাওড়া স্টেশনে ধুন্ধুমার, বিক্ষোভ যাত্রীদের...
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ট্রেন ছাড়তে অতিরিক্ত দেরি করায় হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ। জানা গেছে, বারবিলগামী জনশতাব্দী এক্সপ্রেসের হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল মঙ্গলবার সকাল ৬টা ২০মিনিটে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন স্টেশনে ঢোকেনি বলে অভিযোগ। যাত্রীরা বারবার অনুসন্ধান অফিসে গিয়ে খোঁজ করতে থাকেন। কিন্তু সেখান থেকেও কোনও তথ্য জানতে পারেননি। বিরক্ত যাত্রীদের একাংশ অনুসন্ধান অফিসের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বচসা গড়ায় ধস্তাধস্তিতে। তাতে ভেঙে যায় অনুসন্ধান অফিসের কাচ। সেখানে থাকা ডিজিটাল ডিসপ্লে বোর্ড ছুড়ে ফেলে দেওয়া হয় মেঝেয়। পরিস্থিতি সামলাতে হাজির হন দক্ষিণ–পূর্ব রেলের আধিকারিকরা। তাঁরা এসে ট্রেন ছাড়ার সময় জানানোর পর শান্ত হন যাত্রীরা। দক্ষিণ–পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রেক প্লেসমেন্ট করতে দেরি হওয়ার ফলেই এই সমস্যা তৈরি হয়। শেষ পর্যন্ত সকাল ১০টা নাগাদ জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া স্টেশনের ২০ নম্বর প্ল্যাটফর্ম থেকে গন্তব্যের দিকে রওনা দেয়। 
  • Link to this news (আজকাল)